ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির কোন কারণ নেই মাইডাস ও সুহৃদের

প্রকাশিত: ০৬:০১, ৩ জানুয়ারি ২০১৭

দরবৃদ্ধির কোন কারণ নেই মাইডাস ও সুহৃদের

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দু’টির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানি দু’টি হচ্ছে - মাইডাস ফিন্যান্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই রবিবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দু’টি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ডিসেম্বর থেকে মাইডাসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। এদিকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ১৫ ডিসেম্বর থেকে টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ার দু’টির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার বিএসসির লভ্যাংশ ঘোষণা ১৫ জানুয়ারির মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আগামী ১৫ জানুয়ারির মধ্যে করবে। পাশাপাশি সে বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। নির্দেশনায় বলে হয়েছে, কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ জুন পর্যন্ত শেষ হওয়া গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি প্রকাশের সময়সীমা ১৫ জানুয়ারি করা হয়েছে। একই সময়ের মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটিও শেয়ারহোল্ডারদের জানানোর নির্দেশনা দিয়েছে বিএসইসি। -অর্থনৈতিক রিপোর্টার
×