ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা অনিয়মে জর্জরিত ঢাকা ডাইং

প্রকাশিত: ০৬:০১, ৩ জানুয়ারি ২০১৭

নানা অনিয়মে জর্জরিত ঢাকা ডাইং

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং এ্যান্ড ম্যানুফ্যাকচারিং নানা রকম অনিয়মের মধ্যে দিয়ে ব্যবসা পরিচালনা করছে। কোম্পানির সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী কোম্পানির নেট ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ রয়েছে। কোম্পানি সমাপ্ত হিসাব বছরে ঋণ ও সুদ পরিশোধ করেনি। কোম্পানির গ্যাস বিতরণ কোম্পানি থেকে সংযোগ বিছিন্ন রয়েছে। এর ফলে বর্তমানে এর ডাইং বিভাগ কাজ করছে না; কিন্তু উইভিং ও স্টিচিং বিভাগ চালু রয়েছে। ঢাকা ডাইংয়ের স্টক থেকে পণ্য বিক্রি বেশিরভাগই সমাপ্ত হয়েছে। কিন্তু কোম্পানি এখনও চালু রয়েছে এই ভিত্তিতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। জানা গেছে, কোম্পানি শ্রমিকদের প্রফিট ও ওয়েলফেয়ার ফান্ডের ৩ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৬৩ টাকা দীর্ঘ দিন থেকে বিতরণ করেনি। এর ফলে কোম্পানি শ্রম আইন-২০০৬ লঙ্ঘন করেছে।
×