ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের রেকর্ড

প্রকাশিত: ০৬:০০, ৩ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সাথে লেনদেনেও রেকর্ড হয়েছে। টানা আট কার্যদিবস সূচক একটানা বাড়ার ফলে সেখানকার প্রধান সূচকটি বা ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে, যা গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৪ সালের ৩০ অক্টোবর ডিএসইএক্স ৫ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করেছিল। এদিকে ডিএসইতে লেনদেনও বেড়েছে রেকর্ড পরিমাণ। সোমবার ডিএসইতে এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৫৪ কোটি ৪৫ লাখ টাকা বা ৪৬ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে গত ২৩ নবেম্বর ডিএসইতে একদিনে ৮২২ কোটি ২২ লাখ টাকার লেনদেন বেড়েছিল। ওইদিন ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডেসকো, বেক্সিমকো, একটিভ ফাইন, সিঙ্গার বিডি, ইফাদ অটোস, গোল্ডেন হার্ভেস্ট, পেনিনসুলা চট্টগ্রাম, এএফসি এ্যাগ্রো ও ন্যাশনাল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি, আরামিট সিমেন্ট, পেনিনসুলা চট্টগ্রাম, রূপালী লাইফ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, শমরিতা, গোল্ডেন হার্ভেস্ট, এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও মেঘনা লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭২পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে২৮ টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেয়া কসমেটিকস, একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট ও একটিভ ফাইন।
×