ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

প্রকাশিত: ০৬:০০, ৩ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

যুক্তরাষ্ট্র ছাড়লেন সেই ৩৫ রুশ কূটনীতিক। হ্যাকিং ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের বহিষ্কার করেন। রাশিয়ান দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, বহিষ্কৃত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ার উদ্দেশে বিমান উড্ডয়ন করেছে। রাশিয়ার একাধিক সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। খবর বিবিসির। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে এবং ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনী প্রচারে রাশিয়ার হ্যাকিং চালানোর অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট ওবামা রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন। পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, নির্বাচনে রাশিয়া কোন সাইবার হামলা চালায়নি। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে রুশ কূটনীতিকদের নিয়ে রোশিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট যুক্তরাষ্ট্র ছাড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ও সরকারী কর্মকর্তাদের বহনের জন্য এই বিশেষ বিমান সংস্থা প্লেন ব্যবহার করা হয়ে থাকে। কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা সে দেশ ছাড়েন। আরও বেশি টুইট... মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ‘অনেক বড় কিছ’ু করার ও আরও বেশি টুইট করার পরিকল্পনার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গুরুত্বপূর্ণ নীতি গ্রহণের বিবৃতি টুইটারের মাধ্যমে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক বলেন, কেন নয়, অবশ্যই। তার চার কোটি ৫০ লাখের বেশি ফলোয়ার রয়েছে এবং তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলতে পারেন। -এএফপি ‘হলিউড’ হয়ে গেল ‘হলিউইড’ নতুন বছরের সকালে লস এ্যাঞ্জেলসের সবচেয়ে বিখ্যাত এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন বিশ্ববিখ্যাত ‘হলিউড’ লেখা সাইনটি পরিবর্তিত হয়ে ‘হলিউইড’ হয়ে আছে। পুলিশ ঘটনাটিকে নতুন বছরের তামাশা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে। মাউন্ট লি’তে স্থাপিত সাইনটি ৪৫ ফুট উঁচু অক্ষর দিয়ে তৈরি। মজা করতে গিয়ে অবশ্য সাইনটির কোন ক্ষতি করা হয়নি। দুটি ইংরেজি ‘ও’ অক্ষরের একটি অংশকে ‘ই’ করে দেয়া হয়েছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে শুধু এক ব্যক্তিকে অক্ষরগুলো বেঁয়ে উঠতে দেখা গেছে। -বিবিসি
×