ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফ্রিকার রেকর্ড

প্রকাশিত: ০৬:০০, ৩ জানুয়ারি ২০১৭

আফ্রিকার রেকর্ড

২০১৬ সালে আফ্রিকার অনেক ঘটনা খবরে এসেছে, অভিবাসন ও হত্যাকা-সহ কিছু ঘটনা শিরোনামও হয়ে এসেছে। কিন্তু এমন কিছু ঘটনা আছে যা হয়ত অনেকের নজর এড়িয়ে গেছে। নাইজিরিয়ান সাহিত্যিক ও সাংবাদিক আদাওবি ট্রিসিয়া নওবানি সে ঘটনাগুলো তুলে এনেছেন। খবর বিবিসির। দীর্ঘ চুম্বন ॥ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের অন্যতম সমর্থক এমপি জোসেফ চিনোতিম্বা (৬০) ও তার স্ত্রী ভিম্বাই ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপনের সময় একে অপরকে দীর্ঘ সময়ের চুম্বন দেন, যা আফ্রিকান রেকর্ডবুকে নাম লিখিয়েছে। এই দম্পতি ‘দ্য লংগেস্ট কিস ইন আফ্রিকা চ্যালেঞ্জ’ জয় করেছেন। প্রায় ১০ মিনিট ১৭ সেকেন্ড ধরে তারা চুম্বন করেছিলেন। এর আগে দীর্ঘ চুম্বনে আফ্রিকান রেকর্ড ছিল ৫ মিনিট ১৭ সেকেন্ডের। জেন্ডার পলিটিক্স ॥ নারী হয়েও কিভাবে বর্ণবাদী ব্যবহার ও জেন্ডার সমতার লড়াইয়ে টিকে থাকা যায় বছরের শেষ দিকে তার উদাহরণ তৈরি করেছেন একজন নাইজিরিয়ান এমপি ওলোরেমি টিনুবু। জুলাই মাসে সিনেটের এক সেশনে দিনো মেলায়ে তার সহকর্মী ওলোরেমি টিনুবুকে মারধরের হুমকি দিয়েছিলেন এবং তাকে ‘গর্ভবর্তী’ করে দেয়ার অশালীন মন্তব্যও করেছিলেন। তুরস্কে নাইট ক্লাবে হামলার দায় স্বীকার আইএসের তুরস্কের ইস্তানবুল শহরের নাইটক্লাবের হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হামলাটি তাদের ‘একজন বীর সৈনিক’ চালিয়েছে। খবর বিবিসির। ইস্তানবুল শহরের ওরতাকোয় এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে স্থানীয় সময় শনিবার রাত দেড়টায় এই হামলায় অন্তত ৩৯ জন নিহত ও ৬৯ জন আহত হয়। নিহতদের মধ্যে অন্তত ১৫ বিদেশী নাগরিক।
×