ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বীপটিতে স্বাধীনতাকামী পার্লামেন্ট সদস্যের ক্ষমতায় আসা রুখতে চায় চীন

হংকংকে ‘নাশকতার ঘাঁটি’ হতে দেবে না বেজিং

প্রকাশিত: ০৫:৫৯, ৩ জানুয়ারি ২০১৭

হংকংকে ‘নাশকতার ঘাঁটি’ হতে দেবে না বেজিং

চীন কখনও হংকংকে মূল ভূখ-ের বিরুদ্ধে নাশকতার ঘাঁটি বা স্থিতিশীলতাহানিরকারণ হয়ে উঠতে দেবে না। হংকংয়ে বেজিংয়ের প্রধান লিয়াজো কর্মকর্তা রবিবার এ কথা বলেছেন। হংকংয়ে যেভাবে স্বাধীনতা আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে তা ক্রমাগতভাবে বেজিংয়ের উদ্বেগ বাড়িয়ে চলেছে, দ্বীপটিতে নিযুক্ত চীনের প্রধান লিয়াজো কর্মকর্তা ঝাং জিয়াওমিং রবিবার চীনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে এ কথা বলেছেন। ‘এক দেশ দুই ব্যবস্থা’র আওতায় হংকং এখন চীনের সঙ্গে সংযুক্ত রয়েছে। জিয়াওমিং বলেন, যতক্ষণ না হংকং বেজিংয়ের কর্তৃত্বের জন্য হুমকি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষুণœ হয় এমন কিছু বেজিং করবে না। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি কাউকে কোনভাবে হুমকি হয়ে উঠতে দেয়া হবে না বা কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব অথবা হংকংয়ের মৌলিক আইনের (বেসিক ল’ বা হংকংয়ের ক্ষুদ্র সংবিধান) প্রতি কাউকে চ্যালেঞ্জ হয়ে উঠতে দেয়া হবে না। বিষয়টি হংকংয়ের জন্য যতখানি উদ্বেগের, বেজিংয়ের জন্যও সমপরিমাণ উদ্বেগের। তাই হংকংয়ের উচিত হবে না মূল ভূখ-ে নাশকতামূলক কার্যকলাপ চালানো বা এর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে এমন কোন তৎপরতার ঘাঁটি হিসেবে নিজেকে ব্যবহার হতে দেয়া।’ চীনের পার্লামেন্ট গত সপ্তাহে বেসিক ল’য়ের এক নজিরবিহীন ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, হংকংয়ের স্বাধীনতাকামী পার্লামেন্ট সদস্যরা ক্ষমতায় আসতে পারবেন না। চলতি বছর (২০১৭) সালে হংকংয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হবেন। বেজিংয়ের দাবি, যিনিই হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচিত হন না কেন তাকে ক্ষমতাধর ১২শ’ সদস্য একটি কমিটির মাধ্যমে অনুমোদিত হয়ে আসতে হবে। এই কমিটির বেশিরভাগ সদস্য নির্ধারণ করে দেবে বেজিং। -টাইমস অব ইন্ডিয়া
×