ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে অপহরণ মামলার নারী আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫২, ৩ জানুয়ারি ২০১৭

সিলেটে অপহরণ মামলার নারী আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানার আলোচিত এক অপহরণ মামলার মহিলা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার বিকেলে র‌্যাব-১ রাজধানী ঢাকার উত্তর খান থানাধীন সুবার বাড়ি সড়কের ফায়দাবাদের ৯৬/২ নম্বর বাড়ি থেকে মোছাঃ লাভলী আক্তার ওরফে লাবণী (৩৫) নামের ওই নারীকে গ্রেফতার করে। তার স্বামীর নাম রেজাউল করিম। বাড়ি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরের নয়ারচরের হাজীপাড়ায়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লাবণী সিলেটের দক্ষিণ সুরমা থানার আলোচিত তারিকুল ইসলাম ওরফে তারেক (৩২) অপহরণ মামলার আসামি। গত বছরের ১ ডিসেম্বর তারেককে সিলেটের কদমতলী বাস টার্মিনালে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয়। এরপর বেড়ানোর কথা বলে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আনার পর গ্রেফতারকৃত লাবণী ও তার স্বামী কানাডা নেয়ার কথা বলে ভারতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন করে। এরপর মুক্তিপণ হিসেবে তারেকের পিতা আব্দুল আহাদের কাছ থেকে তেরো লাখ টাকা আদায় করে। তারেককে ঢাকা থেকে নিয়ে যাওয়ার জন্য তার পিতাকে বলে আসামিরা। তারেকের পিতা ঢাকায় এলে তার কাছে আরও দশ লাখ টাকা দাবি করে। এমন প্রক্রিয়ার মধ্যেই তারেক কৌশলে পালিয়ে ভারতের দিল্লীতে একটি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তারেক বাড়ি ফিরে।
×