ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শুল্ক গোয়েন্দাদের অভিযান

বিপুল অবৈধ যন্ত্রাংশ বন্ডের কাপড় ও সিম কার্ড জব্দ

প্রকাশিত: ০৫:৫১, ৩ জানুয়ারি ২০১৭

বিপুল অবৈধ যন্ত্রাংশ বন্ডের কাপড় ও সিম কার্ড জব্দ

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দারা আবারও রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ যন্ত্রাংশ, বন্ডের নামে আমদানিকৃত অবৈধ কাপড় ও মোবাইল ফোনের সিম কার্ড জব্দ করেছে। এ সবের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি। জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সূত্রের খবরে প্রথম অভিযানে ধরা পড়ে সিএনজি রিফুয়েলিং ইকুইপমেন্ট (যন্ত্রাংশ)। সোমবার এয়ারফ্রেইট ১ নম্বর গেট দিয়ে বের করার চেষ্টার সময় শুল্ক গোয়েন্দা দল ওই পণ্যের চালানটি আটক করে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সিএনজির এসব সরঞ্জাম এসআরও শর্ত ভঙ্গ করে অবৈধভাবে খালাসের সময় আটক করা হয়। পণ্যের চালানটি ব্রিটেন থেকে আনা হয়েছে। সূত্র জানায়, এসআরও শর্ত অনুযায়ী আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও পণ্য, তেল ও গ্যাস অনুসন্ধান, উন্নয়ন, উত্তোলন ও উৎপাদন এবং সিএনজি ফিলিং স্টেশন স্থাপন ও কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত এসব যন্ত্রপাতি আমদানির আগে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হয়। তবে এ ধরনের কোন প্রত্যয়নপত্র খালাস পর্যায়ে পাওয়া যায়নি। পণ্যটির আমদানিকারক ডিওয়ান সিএনজি এ্যান্ড ফিলিং স্টেশন এবং সিএ্যান্ডএফ এজেন্ট মাইসা মাচুরা কর্পোরেশন। এ ঘটনায় কাস্টমস আইনে মামলা হয়েছে। এদিকে উত্তরখানের মধ্যপাড়ায় গার্মেন্টস ফ্যাক্টরির বন্ডের কাপড় ভর্তি গুদামের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত কাপড়ের পরিমাণ ২৭ টন যার বাজারদর কমপক্ষে দেড় কোটি টাকা। এগুলো সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত। কিছু আছে ইপিজেড থেকে বের করা মাল। ধারণা করা হচ্ছে, বন্ড সুবিধার অপব্যবহার করে খোলা বাজারে বিক্রির উদ্দেশে বিভিন্ন ফ্যাক্টরি থেকে অবৈধভাবে এগুলো সংগ্রহ করা হয়েছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গুদামের মালিক উত্তরখানের বাসিন্দা মোশাররফ হোসেন। বর্তমানে সেখানে শুল্ক গোয়েন্দাদের অভিযান চলছে। অভিযান শেষে মাল জব্দের পর সাংবাদিকদের জানানো হয়। রাতে আরও অভিযান চালানো হবে। এর আগে রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩২০০ পিস মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। থাইল্যান্ড থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়। ড. মইনুল খান জানান, ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে। দুপুর ২টায় ব্যাঙ্কক থেকে শাহজালালে অবতরণ করলে শুল্ক গোয়েন্দার দল তলাশি চালায়। এগুলো তার ব্যাগে লুক্কায়িত ছিল। তিনি শুল্ক না দিয়ে গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন। মেমোরি কার্ডের মধ্যে আছে ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবি। আটক মেমোরি কার্ডের মূল্য প্রায় ৩২ লাখ টাকা। আটক পণ্য শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় কাস্টমস মামলা হয়েছে।
×