ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সানি লিওনের ছবি

প্রকাশিত: ০৫:৪৭, ৩ জানুয়ারি ২০১৭

এবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সানি লিওনের ছবি

স্টাফ রিপোর্টার ॥ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলিউডের অভিনেত্রী সানি লিওনের ছবি। মন্ত্রণালয়ের কোন তথ্য নেই। সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সাইটটির অবস্থা এমনই ছিল। সাইটটি হ্যাক হয়েছে কিনা তা মন্ত্রণালয় স্বীকার করেনি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, মন্ত্রণালয়ের সাইট ঠিক আছে। এটা হ্যাক হয়নি। তবে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্তের বিষয়ে কেউ দায় স্বীকার করেনি। এর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিটিসিএল’র ওয়েবসাইটসহ চারটি ওয়েবসাইট হ্যাক হওয়ায় আলোচনায় উঠে এসেছে বিটিসিএলের নিরাপত্তা ত্রুটি। দ্বাদশ শ্রেণীর এক বিজ্ঞানের ছাত্র নিরাপত্তার ত্রুটি কাজে লাগিয়ে পরিবর্তন করে দেয় চারটি ওয়েবসাইটের ডোমেইন নেইম। শনিবার ডট বিডি ডোমেইনের চারটি ওয়েবসাইট হ্যাক করা হয়। সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশী ওয়েবসাইট গুগল বিডিসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাচ্ছে না। রবিবার পর্যন্ত সায়জার রহমান গুগল ডটকমডটবিডি, রবি ডটকমডটবিডি, বাংলালিংক ডটকমডটবিডি ও ইত্তেফাক ডটকমডটবিডি সাইটের নেম সার্ভারের ঠিকানা পরিবর্তন করে দিয়েছিল। সায়জার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলেছেন, এভাবে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ করে দেয়া সম্ভব। কারণ বাংলাদেশের ওয়েবসাইটগুলো অনেক পুরনো ও নিরাপত্তা ত্রুটি রয়েছে। যদিও হ্যাক হওয়া সাইটগুলো দ্রুত উদ্ধার করা হয়েছে। বিটিসিএল’র পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, বিটিসিএল’র সাইট হ্যাক হওয়ার তথ্য জানার সঙ্গে সঙ্গে সাইটির উদ্ধার কাজ শুরু হয়। পরে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাইটি উদ্ধার হওয়ায় সবাই ভিজিট করতে পারছে। ডট বাংলা ডোমেইন নিবন্ধন করতে অনেকেই এই সাইট ভিজিট করতে শুরু করে। এক পর্যায়ে সাইটিতে আর কেউ ঢুকতে পারছিল না। বিষয়টি জেনেই আমরা সাইটি নিয়ে কাজ শুরু করি। বিটিসিএল’র ৩৬ হাজার ডোমেইন ডট বিডি থেকে ডট বাংলা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ারও কাজ শুরু হয়। কারণ ডট বাংলা ডোমেইন ডট বিডির চাইতে আধুনিক ও নিরাপদ। এই মাইগ্রেশন কাজ করতে আমাদের ১০-১২ দিন সময় লেগে যাবে। তখন বিটিসিএল’র ওয়েবসাইটে ভিজিট করতে কারও অসুবিধা থাকবে না ও তা অনেক নিরাপদ হবে। বিটিসিএলর ত্রুটির কারণে যদি বাংলাদেশের সব সরকারী দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি, বিভিন্ন পত্রিকা বা ই-কমার্স সাইটগুলো বন্ধ হয়ে যায়, তখন কী ঘটতে পারে তা চিন্তা করে দেখার অনুরোধ জানিয়ে এই তরুণ আরও লিখেন, কেন জানি উদাসীনতার ফলে কোন নিরাপত্তাজনিত চিন্তা-ভাবনা তাদের মাথায় কাজ করে না, এমনকি কয়েক দফা ফোন করে দিলেও না!
×