ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী টিভি চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৪৪, ৩ জানুয়ারি ২০১৭

বিদেশী টিভি চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারে আরোপিত হলো নিষেধাজ্ঞা। বাংলাদেশের দর্শকদের জন্য দেশে ডাউনলিঙ্ককৃত বিদেশী টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০১৬’-এর ধারা ১৯-এর ১৩ নং উপধারার আলোকে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউনলিঙ্ককৃত বিদেশী টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়, উক্ত নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশী টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী অন্যান্য শাস্তি আরোপ করা হবে। বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপনদাতাদের সংগঠন ‘মিডিয়া ইউনিটি’। সংগঠনটির নেতাদের দাবি, কিছু বিদেশী চ্যানেলের বাংলাদেশে প্রচার করা অনুষ্ঠানে বাংলাদেশী বিজ্ঞাপন দেখানো হয়। এসব বিজ্ঞাপন ওই দেশে না দেখিয়ে কেবল বাংলাদেশী দর্শকদের দেখানো হয়, যা বেআইনী। এ ধরনের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, এভাবে বিজ্ঞাপন প্রচারের কারণে অর্থ পাচার হচ্ছে এবং দেশী টেলিভিশন চ্যানেল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপর গত ২০ নবেম্বর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারের বিষয়ে যাচাই করে ‘বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
×