ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেবিনেটে লিটন ও বিচারপতি বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব;###;সুন্দরগঞ্জে গোলাম আযমের মিটিং প্রতিহত করেছিলেন লিটন

লিটনের হত্যাকারী সম্পর্কে কেবিনেটে প্রধানমন্ত্রীর ইঙ্গিত ॥ জামায়াতের কাজ

প্রকাশিত: ০৫:৪১, ৩ জানুয়ারি ২০১৭

লিটনের হত্যাকারী সম্পর্কে কেবিনেটে প্রধানমন্ত্রীর ইঙ্গিত ॥ জামায়াতের কাজ

বিশেষ প্রতিনিধি ॥ গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের খুনের ঘটনায় পরোক্ষভাবে জামায়াতকে দায়ী করল মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে মঞ্জুরুল ইসলাম লিটন এবং আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের পর প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেন। এছাড়া জেল-জরিমানার পরিমাণ বাড়িয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। আইনটি পাস হলে সিডিএ এলাকায় মহাপরিকল্পনা না মেনে জমি ব্যবহার করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার পাশাপাশি হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়াও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, লিটনকে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে হত্যা করেছে। এক বছর আগেও তাকে (লিটনকে) আক্রমণ করা হয়েছিল। সেবার আত্মরক্ষায় তিনি গুলি করেছিলেন। সে গুলি একটি শিশুর গায়ে লেগেছিল। এর আগেও তাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকাটি জামায়াত অধ্যুষিত। এই সুন্দরগঞ্জে গোলাম আজম মিটিং করতে চেয়েছিল। কিন্তু লিটনই তা প্রতিহত করেছিল। সেই থেকে জামায়াত তার ওপর প্রচ- ক্ষুব্ধ। এর পর থেকে কয়েবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। একই দিনে খুলনায় আর এক আওয়ামী লীগ নেতাকে হত্যার লক্ষ্যে গুলি ছোড়া হয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে এক পথচারী নিহত হয়। এটা দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ উদ্দেশে এটি কোন মহলের কাজ। সূত্র জানায়, লিটনের হত্যাকা- ও খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা এবং তাতে এক পথচারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীকে কিছুটা হলেও বিচলিত করেছে বলে মনে হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অন্য দিনের মতো তিনি উচ্ছল ছিলেন না। এমনকি সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি কলো চাদর পরে এসেছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৫৯ সালে পাকিস্তান আমলের মার্শাল ল’ আইন দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চলছিল। উচ্চ আদালতের নির্দেশে মার্শাল ল’ আমলের আইনকে পরিমার্জন করে বাংলা করা হচ্ছে। রাজশাহী ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক আইন অনুযায়ী গঠিত হয়েছে জানিয়ে শফিউল বলেন, ওই আইনের সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আইন হালনাগাদ করা হয়েছে। নতুন আইনে জেল-জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কর্তৃপক্ষ স্থাপিত দেয়াল, সীমানা খুঁটি বা বাতি অপসারণ করলে পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে, আগে যা ছিল ২০০ টাকা। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পরেও কোন স্থাপনা বা স্থাপনার বিশেষ অংশ না সরালে ৫০ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। মাস্টার প্ল্যান না মেনে জমি ব্যবহার করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এই অপরাধে আগে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা করে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে আদায় করা হতো। সিডিএর চেয়ারম্যান বা সদস্যরা পদে থেকে কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করলে সর্বোচ্চ দুই বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দ- দেয়া হবে। আগের আইনে জেল-জরিমানা আরোপের বিষয়টি জটিল ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে সেগুলো সরলীকরণ করা হয়েছে। মহাপরিচালক পাচ্ছে হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সামরিক শাসনামলে ১৯৭৭ সালে প্রণীত অর্ডিন্যান্সকে বদলে বাংলায় হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন করে এই ইনস্টিটিউটের সর্বোচ্চ পদে মহাপরিচালক নিয়োগ দেবে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিষ্ঠান প্রধানের পদবি পরিচালক থেকে পরিবর্তন করে মহাপরিচালক করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিচালনা পর্যদের গঠনও পুনর্বিন্যাস করা হয়েছে। ২০ সদস্যের পরিচালনা পর্ষদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হবেন চেয়ারম্যন এবং সচিব হবেন ভাইস চেয়ারম্যান। পরিচালনা পর্ষদের সদস্যরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন। ইমারতের নক্সা প্রণয়ন, নির্মাণ, নির্মাণ উপকরণ শিল্প এবং মানববসতি সংশ্লিষ্ট কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান ও পরিচালনা করে থাকে হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এছাড়া দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্ততা, উন্নয়ন ও এ নিয়ে গবেষণা; বহুল প্রচলিত নির্মাণ উপকরণের নতুন ও উন্নত ব্যবহার উৎসাহিতকরণ, গৃহায়ণ খাতে ভূমিকম্প সহনীয় নির্মাণ প্রযুক্তি, স্বল্প খরচে ইমারত নির্মাণে পরিকল্পনা ও নক্সা প্রণয়ন, ভবন রক্ষণাবেক্ষণে আধুনিক কৌশল উন্নয়নে উদ্যোগ নেয়াসহ ১৭ ধরনের গবেষণাধর্মী কাজ করে এই ইনস্টিটিউট। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়াও অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮২ সালের একটি অর্ডিন্যান্স অনুসারে ভেটেরিনারি কাউন্সিল চলছিল। এটি বাংলায় রূপান্তর করে নতুন আইন করা হচ্ছে। ভেটেরিনারি কাউন্সিল এখন পর্যন্ত পাঁচ হাজার ১৫০ ভেটেরিনারি সার্জনকে নিবন্ধন দিয়েছে। সংসদ সদস্য লিটন, বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত ॥ গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এবং আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দুটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করে। গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। অন্যদিকে আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা গত রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মারা যান। ক্যান্সারে আক্রান্ত বিচারপতিকে দুই বছর সিঙ্গাপুরে চিকিৎসার পর গত ৩০ ডিসেম্বর ঢাকায় আনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮৪ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বজলুর রহমান। ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি।
×