ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে কিশোর খুন, থার্টিফার্স্টে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:১০, ২ জানুয়ারি ২০১৭

মোহাম্মদপুরে কিশোর খুন, থার্টিফার্স্টে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নববর্ষের শুরুতেই রাজধানীতে দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পৃথকস্থানে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। মিরপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। পুরান ঢাকার বাবুবাজারের একটি মার্কেটের নিচতলা থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। এদিকে থার্টিফার্স্ট নাইটে লালবাগে অতিরিক্ত মদপান করে ওয়াহিদুল মুরাদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, থার্টিফার্স্ট নাইটে রাজধানীর মোহাম্মদপুরে সহকর্মীদের ছুরিকাঘাতে আসিফ (১৮) নামে এক কিশোর খুন হয়েছে। মৃত আসিফ মোহাম্মদপুর সুলতান অটো গ্যারেজে কাজ করত। তার বাবার নাম মৃত আব্দুল কুদ্দুস। সে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের এইচ ব্লকের ৮ নম্বর সেক্টরের ৫৪৪ নম্বর বাসায় থাকত। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, আসিফ স্থানীয় সুলতান অটো গ্যারেজে কাজ করত। কিছুদিন আগে গ্যারেজের পার্টস চুরি হওয়ার পর পাশের গ্যারেজের শ্রমিক রুবেলের সঙ্গে তার বাগ্বিত-া হয়। এর জের ধরে শনিবার রাত ১টার দিকে জেনেভা ক্যাম্পের আল বশির মসজিদের সামনে জমসেদ, রুবেলসহ ৪-৫ জন আসিফ ও তার বন্ধু সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। এদিকে একই সময় রাজধানীর তুরাগে শাহাবুদ্দিন (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের বাবার নাম দানু মোল্লা। গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর থানার বালাকান্দি গ্রামে। তিনি স্থানীয় এক কোম্পানির সিকিউরিটি গার্ড ছিলেন। সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত ॥ কাওরানবাজারের কাছে পান্থকুঞ্জসংলগ্ন সড়কে ট্রাকের ধাক্কায় বাবুল মাতব্বর (৪৩) নামে এক ঠেলাগাড়িচালক নিহত হয়েছেন। এ সময় তার দুই সহকারী আহত হন। নিহত বাবুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। একই দিন দুপুরে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। আত্মহত্যা ॥ মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় জেএসসি পরীক্ষায় ফেল করায় শাহিদা আক্তার মনি (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে মিরপুর আশরাফ আলী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেনি। যুবকের লাশ উদ্ধার ॥ বাবুবাজারের একটি মার্কেটের নিচতলা থেকে অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রবিবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
×