ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হকারদের জন্য স্থায়ী দোকান করে দেয়ার আহ্বান সিপিবির

প্রকাশিত: ০৮:০৯, ২ জানুয়ারি ২০১৭

হকারদের জন্য  স্থায়ী দোকান করে দেয়ার  আহ্বান  সিপিবির

স্টাফ রিপোর্টার ॥ জালিয়াতির সুযোগ দিতেই হকারদের পরিচয়পত্র দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। হকারদের জন্য স্থায়ী দোকান করে দেয়ারও দাবি জানিয়েছেন তিনি। হকার পুনর্বাসনসহ ১০ দফা দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত হকারদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সব হকারকে বৈধ পরিচয়পত্র দিতে হবে। আইডি কার্ড দিতে হবে যেন তারা তাদের পেশার একটা ন্যায্য ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায়। আর হকারদের নাম করে কোন গোষ্ঠী যেন অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে। হকারদের ফুটপাথ থেকে হলিডে মার্কেটে সরিয়ে নেয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণবিজ্ঞপ্তির প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। হলিডে মার্কেটে হকারদের বসার নিশ্চয়তা চান হকার্স ইউনিয়ন নেতা মনজুর মঈন। তিনি অভিযোগ করেন, হলিডে মার্কেটের কথা বলে কোটি কোটি টাকার বাণিজ্য করা হয়। পুনর্বাসনের নামে ছলচাতুরির আশ্রয় নিয়ে হকারদের উচ্ছেদ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি। পুলিশ, মাস্তান আর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী হকারদের কাছ থেকে চাঁদাবাজি করে বলে অভিযোগ করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকান্দার হায়াত। নিয়মিত ট্যাক্স নিয়ে হকারদের ফুটপাথে ব্যবসা করার অধিকার দেয়ার দাবি জানান তিনি। বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাসেম কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাভলু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জলি তালুকদার প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে হকাররা।
×