ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমারেল্ড অয়েলের পর্ষদকে ঢেলে সাজানোর উদ্যোগ

প্রকাশিত: ০৬:৪৪, ২ জানুয়ারি ২০১৭

এমারেল্ড অয়েলের পর্ষদকে ঢেলে সাজানোর  উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিচালনা পর্ষদকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিলেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজন কুমার বসাক। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এমারেল্ড অয়েলের নবম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সাজন বসাক বলেন, আগামী বছরে আমাদের পরিকল্পনা, পরিচালনা পর্ষদ নতুনভাবে সাজানো হবে। কোম্পানির স্বার্থে আমি নতুন পর্ষদের যে কোন দায়িত্ব নিতে রাজি আছি। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। যার পুরোটাই বোনাস। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এ সময় শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানায়। এ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক অমিতাভ ভৌমিক, স্বতন্ত্র পরিচালক কাজী তারেক মাহমুদ এবং এ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকারসহ আরও অনেকে।
×