ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে নতুন বছর শুরু

প্রকাশিত: ০৬:৪৪, ২ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে নতুন বছর শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্যসূচকের বড় উত্থানের মধ্য দিয়েই বছরের প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৬ কোটি ৮৮ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে এক হাজার ৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২১ পয়েন্টে। দিনটিতে ডিএসইতে লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে ইফাদ অটোস। এই কোম্পানি ৩০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এই দিনে কোম্পানিটি ২৯ লাখ ১৮ হাজার ৪৫৪টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক ২৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি ২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ১৯১টি শেয়ার হাতবদল করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিল ২৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএস ২২ কোটি ১৪ লাখ, সিঙ্গারবিডি ২০ কোটি ৬৮ লাখ, জিএসপি ফিন্যান্স ১৯ কোটি ৯৪ লাখ টাকা, নাভানা সিএনজি ১৯ কোটি ৬৩ লাখ টাকা, কেয়া কসমেটিকস ১৬ কোটি ৮৮ লাখ টাকা, ইউনিক হোটেল ১৬ কোটি ৮৩ লাখ টাকা ও এ্যাপোলো ইস্পাত ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পিএইচি মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, আরএসআরএম স্টিল, ফাইনফুডস, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, আইএফআইসি মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, জাহিন স্পিনিং ও আইসিবি ৩য় আরবি। অন্যদিকে চট্টগ্রাাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফার্স্ট ব্যাংক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো।
×