ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপা জিতে বছর শেষ নাদালের

প্রকাশিত: ০৬:৩২, ২ জানুয়ারি ২০১৭

শিরোপা জিতে বছর শেষ নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে বছরের অধিকাংশ সময়ই থাকতে পারেননি টেনিস কোর্টে। বড় আসরগুলোতেও খেলা হয়নি। কিন্তু বছরের শেষ দিনটা দারুণ হলো সাবেক বিশ্বসেরা টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদালের। আবুধাবীতে অনুষ্ঠিত মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছেন তিনি। ১১তম র‌্যাঙ্কিংধারী বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৬-৪, ৭-৬ (৭-৫) হারিয়ে চতুর্থবারের মতো এ শিরোপা জয় করেন নাদাল। বর্তমান বিশ্বের এক নম্বর এ্যান্ডি মারে সেমিফাইনাল থেকেই ছিটকে গেছেন। ফলে ৩০ বছর বয়সী নাদালের জন্য রাস্তাটা আরও সহজ হয়ে যায়। অবশ্য মারে কানাডার মিলোস রাওনিচকে ৬-৩, ৭-৬ (৮-৬) সেটে হারিয়ে তৃতীয় হয়েছেন। ফাইনালে গোফিনের বিরুদ্ধে প্রথম সেট খুব সহজে ৬-৪ ব্যবধানে জেতার পর অবশ্য দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। টাইব্রেকে জয় তুলে নেন তিনি। জয়ের পর নাদাল বলেন, ‘আমি খুবই আনন্দিত আবার প্রতিযোগিতায় ফিরতে পেরে। এই তিনটা দিন আমার জন্য খুবই ভাল ছিল।
×