ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডনি টেস্টে মিসবাহই অধিনায়ক

প্রকাশিত: ০৬:৩২, ২ জানুয়ারি ২০১৭

সিডনি টেস্টে মিসবাহই অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টের শেষদিনে নাটকীয় হারে ২-০তে সিরিজ খোয়ানোর পর পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক আচমকাই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন সেটি হতে পারে তৃতীয় টেস্টের আগেই। তবে একদিন পর পাকিস্তান টিম ম্যানেজমেন্ট থেকে জানান হলো, মঙ্গলবার মেলবোর্নের শেষ টেস্টে মিসবহার নেতৃত্বেই মাঠে নামবে সফরকারীরা। মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন বলেন, ‘সিডনির শেষ টেস্টে মিসবাহ খেলবেন এবং তিনিই অধিনায়ক থাকবেন।’ ৩০ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় টেস্ট শেষ করে পরদিনই সিডনিতে পৌঁছায় টিম পাকিস্তান। ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াইয়ে নামার আগে নতুন বছর ২০১৭’র প্রথমদিনে অবশ্য তারা অনুশীলন করেনি। এই সিরিজ শেষে আগামী এপ্রিল-মে’তে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পাকিস্তানের আর কোন টেস্ট নেই। সুতরাং ৪২ উর্ধ মিসবাহ কি সিদ্ধান্ত নেন সেটি স্পষ্ট নয়। ব্যাট হাতেÑ নেতৃত্বে সময়টা একদমই ভাল যাচ্ছে না মিসবাহর। সফরে ২ টেস্টের ৪ ইনিংসে করেছেন মাত্র ২০ রান। দলও হেরে চলেছে। আমিরাতে উন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট দিয়ে শুরু। নিউজিল্যান্ড সফরে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজ হার। মিসবাহও তাই হঠাৎই অবসর নিয়ে ভাবতে শুরু করেন। ‘অবসরের বিষয়ে আসলেই ভাবতে হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি, দলে অবদান না রাখতে পারলে এভাবে পড়ে থাকার কোন মানে নেই। এমন এক অবস্থায় এসেছি, আমাকে তাই এটা নিয়ে ভাবতেই হচ্ছে। পরের ম্যাচের (সিডনি) আগেই। আবার সিরিজ শেষ হলে কি হবে সেটা নিয়েও। আগামী দুইদিন আমি এ নিয়ে ভাবব, তারপর সিদ্ধান্ত। কিছু না করে দলে পড়ে থাকার কোন মানে হয় না।’ সংবাদ মাধ্যমকে বলেছিলেন মিসবাহ। সময় কত দ্রুতই না বদলে যায়। এই তো কয়েক মাস আগেই প্রথমবারের মতো পাকিস্তানকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছিলেন, এখন সেই মিসবাহ কঠিন পরিস্থিতির মুখে।
×