ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে পন্টিং

প্রকাশিত: ০৬:৩২, ২ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে পন্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ হিসেবে যোগ দিতে যাচ্ছেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক রিকি পন্টিং। আগামী মাসে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানান হয়েছে। তিন ম্যাচের টি২০তে অসিদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অস্থায়ী সহকারী হিসেবে জেসন গিলেস্পির সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন পন্টিং। ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি ২০১৭ ওই তিনটি টি২০ ম্যাচ যথাক্রমে মেলবোর্ন, গিলং ও এ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। যে সিরিজটিকে সামনে রেখে একসঙ্গে তিন সাবেক তারকাকে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০০৭ ও ২০০৯ সালে আইসিসি টি২০ বিশ্বকাপের আগে ২০০৫-এ নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের প্রথমবার টি২০তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন পন্টিং। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সেরও কোচের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে টেস্ট দিয়ে ক্রিকেটকে বিদায় জানান ৪২ বছর বয়সী পন্টিং বলেন,‘ সেই অবসর নেয়ার সময় থেকে আমি সবসময়ই বলে আসছিÑ দেশের ক্রিকেটের মঙ্গলের জন্য এবং সেরা দুই সতীর্থ ব্যাটসম্যান ল্যাঙ্গার ও বোলার গিলেস্পির সঙ্গে কাজ করতে চাই। আমার আর তর সইছে না।’
×