ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিষ্যদের পারফর্মেন্সে মুগ্ধ কন্তে

প্রকাশিত: ০৬:৩১, ২ জানুয়ারি ২০১৭

শিষ্যদের পারফর্মেন্সে মুগ্ধ কন্তে

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্তনিও কন্তের অধীনে উড়ছে চেলসি। প্রিমিয়ার লীগের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে ব্লুজরা। শনিবার স্টোক সিটিকে বড় ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়ে এ্যান্তোনিও কন্তের দল। যে ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সের প্রশংসা করেছেন ইতালিয়ান কোচ। এ বিষয়ে কন্তে বলেন, ‘আমার খেলোয়াড়রা আমাকে দেখিয়েছে যে, তারা ভিন্ন ধরনের ফুটবল খেলার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে।’ তবে খুব বেশি জিতলে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে শিষ্যদের সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন কন্তে। তিনি বলেন, ‘যখন আপনি অনেক জয়ের মধ্যে থাকবেন তখন সন্তুষ্টির বিষয়টি বিপদ ডেকে আনতে পারে। তারা চিন্তা করবে, ও আমরা তো অনেক জিতেছি আমরা যদি এখন নাও জিতি তাহলেও খারাপ কিছু হবে না।’ এদিন উইলিয়ানকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন কন্তে, ‘চমৎকার খেলোয়াড় সে। তার পারফর্মেন্সে আমি খুবই আনন্দিত। স্টোক সিটির বিপক্ষে ম্যাচেও সে দুই গোল করেছে। তাতেও আমি সন্তুষ্ট। কারণ আমি জানি সে ভাল খেলোয়াড়।’
×