ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:২৭, ২ জানুয়ারি ২০১৭

ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১ জানুয়ারি ॥ গরীব রোগরি চিকিৎসাসেবা দিতে কেশবপুর হেল্থ কেয়ার হসপিটাল (প্রাঃ) প্রতিমাসের ১ তারিখে ফ্রি রোগী দেখার উদ্যোগ নিয়েছে। একইসাথে ফ্রি ক্যাম্পের দিনে রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে ব্যক্তিমালিকানাধীন এই ক্লিনিক কর্তৃপক্ষ। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি প্রতিমাসে বিভিন্ন ফ্রি ওষুধ দিয়ে রোগীদের সাহায্য করা হবে। রবিবার সকালে হেল্থ কেয়ার হসপিটালের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন প্রমুখ।
×