ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাট চাষীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:২৭, ২ জানুয়ারি ২০১৭

পাট চাষীদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘পলেথিন বর্জন করুন, পাট পণ্য ব্যবহার করুন’ সেøাগানে ডোমার উপজেলায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পাট উন্নয়ন অধিদফতর ওই প্রশিক্ষণের আয়োজন করে। উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। অন্যদের মধ্যে বক্তৃতা দেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পাট অধিদফতরের উর্ধতন সহকারী প্রকল্প পরিচালক (ক্রয়) আমিনুল ইসলাম প্রমুখ।
×