ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩০ হাজার টাকায় মুক্তি পেলেন ব্যবসায়ী

প্রকাশিত: ০৬:২৬, ২ জানুয়ারি ২০১৭

৩০ হাজার টাকায় মুক্তি পেলেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে এসে সংঘবদ্ধ প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে অবশেষে ৩০ হাজার টাকার বিনিময়ে মুক্তি পেয়েছে জেলার চারঘাটের এক ব্যবসায়ী। শনিবার রাতে টাকার বিনিময়ে ওই ব্যবসায়ী প্রতারক চক্রের খপ্পর থেকে মুক্ত হয়। ব্যবসায়ী নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে প্রতিবেশী দিনেশের ছেলে জীবনের সঙ্গে তিনি রাজশাহী নগরীতে বেড়াতে আসেন। এ সময় নুরুজ্জামানকে একদল প্রতারক চক্র অস্ত্রের মুখে জিম্মি করে শাহমুখদম থানা এলাকার একটি বাড়িতে আটকে রাখে। পরে প্রতারক চক্র নুরুজ্জামানকে ‘নারী দিয়ে’ ফাসানোর হুমকি দিয়ে তার কাছে থাকা ২৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে বাড়িতে ফোন করে আরও ৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে মারধর করার পর তাকে ছেড়ে দেয়া হয়। নুরুজ্জামান এখন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইউপি সদস্যসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১ জানুয়ারি ॥ ফেনীতে ১২টি অস্ত্র, ১০৪ রাউন্ড গুলি ও বিপুল মাদকদ্রব্যসহ ইউপি সদস্য এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে সদরের উত্তর শর্শদী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। ওই গ্রামের মৃত আবুল খায়েরর ছেলে যুবলীগ কর্মী ও স্থানীয় ইউপি সদস্য মোর্শেদ আলম (২৭), গোলাম হোসেন বাপ্পি (২৪) ও দুলাল মাঝির ছেলে শেখ বাহাদুর প্রকাশ বাক্কাকে (২০) গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে মর্মে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় জড়িত বলে এলাকাবাসী জানায়। আমতলীতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ জানুয়ারি ॥ বরগুনার আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের মাহবুব আলম মাতুব্বরের বাড়িতে শনিবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, উপজেলার উত্তর টেপুরা গ্রামের মাহবুব আলমের বাড়িতে শনিবার রাত ২টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে মাহবুব আলম তার স্ত্রী রুমা বেগম ও কাজের লোক মাসুম পাহলান ঘুমিয়ে ছিল। ডাকাত দল ঘরের সকলকে মারধর করে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ আট হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নাশকতার চেষ্টার অভিযোগে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়ত শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জামায়ত-শিবিরের নেতাকর্মীরা হলেনÑ সৈয়দপুর উপজেলা জামায়াতের সাবেক আমির পোড়ারহাট আলীম মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাসান, তার ভাই জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল ইসলাম, ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী শাহজাহান খন্দকার, একই ইউনিয়নের ঢুলানীপাড়া গ্রামের আইয়ুব আলী ও শিবিরকর্র্মী খন্দকারপাড়া গ্রামের মোঃ হৃদয়, নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ন জামায়াতের সক্রিয় রেজাউল করিম, ডিমলা উজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের জামায়াত কর্মী জাহেদুল ইসলাম, একই গ্রামের সামসুল হক, খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের সিদ্দিকুর রহমান, আবু রায়হান, কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ওয়ার্ড আমির জামিউর রহমান, একই ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের ওয়ার্ড আমির আনিছুর রহমান ও জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের জামায়াত কর্মী নূরন্নবী, মৌজা শৌলমারী গ্রামের আনোয়ার হোসেন ধর্মপাল ইউনিয়নে উত্তর ধর্মপাল গ্রামের মজিুল ইসলাম। সাত ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে ৭টি দোকানে গণচুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে এ গণচুরির ঘটনা ঘটে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর বাজারে ৭টি দোকানের তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। বাজারের মুর্শেদ লাইব্রেরি, অহিদুর নবীর কাপড়ের দোকান, জয়নাল হুজুরের মুদি দোকান, রেদোয়ান হার্ডওয়ার, আলাউদ্দিনের মুদি দোকান, আবুল কোম্পানি হার্ডওয়ার, বাবুল কন্টাক্টার ডিসকবার মোটরসাইকেল (ফেনী-হ ১১-৮২৫৬) চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা দাবি করেন প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। ৪৪ লাখ টাকার হেরোইন জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্তে ৪৪ লাখ টাকা মূল্যের দুই কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার মধ্যরাতে গোদাগাড়ীর মানিকচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। বিজিবি বলেন, শনিবার গভীর রাতে সীমান্ত পিলার ৩৭/১ এস এর ৮০০ গজ ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব হেরোইন জব্দ করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন পোলাডাঙা সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েম মোশারফ হোসেন। ফলদ গাছ বিতরণ নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১ জানুয়ারি ॥ রফিকা-ফারুক স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী গ্রামে শেলাই মেশিন, ছাগল, রাজহাঁস মুরগি ওষুধি ও ফলদ গাছ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. ওমর ফারুকের উপস্থিতিতে রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেয় সুফলভোগী গ্রামবাসীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঢাকা থেকে বেড়তে এসে ভাল লাগার কারণে এ গ্রামে প্রকল্পটি চালু করেছি। আশা করি প্রদত্ত উপকরণ কাজে লাগিয়ে নিজেদের অবস্থার উন্নতি করবেন। যারা ভাল করবে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন। বাকৃবিতে নবীনবরণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭ শিক্ষাবর্ষে ¯œাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদনিন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
×