ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

প্রকাশিত: ০৬:২৬, ২ জানুয়ারি ২০১৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ জানুয়ারি ॥ সিংড়ার জেলার বাতা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৫ যাত্রী। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বগুড়া থেকে রাজশাহীগামী লিখন পরিবহনের একটি বাস নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়। আহত হয় আরও ১৫ যাত্রী। নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও তাদের দুই সন্তান ঐশি ও সাকিব। সিরাজগঞ্জে ট্রাক হেলপার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২৫) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামে। রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় মাটিবোঝাই ট্রাকের ওপর থেকে শ্রমিক জাহিদুল ইসলাম পড়ে যায়।
×