ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৬:২৪, ২ জানুয়ারি ২০১৭

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ঘন কুয়াশায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে ৮টায় চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার ভোর ৫টা হতে এ সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ৮শ’ যাত্রীসহ ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল ৭টি ফেরি। ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় তীরে চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় ছিল। রো রো ফেরিতে ফগ লাইট স্থাপন করা হলেও রবিবারও এর সুফল পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। তবে কাওড়াকান্দি প্রান্তে কুয়াশার কুয়ার ঘনত্ব বেশি। এদিকে টানা সাতদিন ধরে ফেরি বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বহু পণ্যবাহী ট্রাক আটকা পড়ছে। রো রো ফেরিতে ফগ লাইট স্থাপন করা হলেও কোন রকম সুফল পাওয়া যাচ্ছে না। যে ফেরিতে ফগ লাইট নেই, সেই ফেরি সঙ্গে একই সময়ে ফগ লাইটযুক্ত ফেরিও বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে বলেছেন, ১০টি রো রো ফেরিতে ফগ লাইট স্থাপন করা হয়েছে। এর ৩টি রো রো ফেরি মাওয়ায় রয়েছে। মাওয়ার মতো অন্য ঘাটেও এই ফগ লাইটের সুফল পাওয়া যাচ্ছে না।
×