ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরে ফোর লেন সড়কের কাজ উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৪, ২ জানুয়ারি ২০১৭

পায়রা বন্দরে ফোর  লেন সড়কের কাজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ জানুয়ারি ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এবং পরিকল্পায় নির্মিত হয়েছে দেশের তৃতীয় পায়রা বন্দর। এই বন্দরের নামকরণও তিনি করেছেন। পায়রা শান্তির প্রতীক তাই বন্দরের নাম দিয়েছেন পায়রা বন্দর। আজ আমরা পায়রা বন্দরের ফোর লেন রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। এই চারলেন রাস্তা হবে আরসিসি। রবিবার দুপুরে কলাপাড়ার টিয়াখালী নদীর পাড়ে স্থাপিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়কের রজপাড়া-পায়রা বন্দর পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে নৌ-বাহিনী প্রধান এ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ (ট্যাজ), ওএসপি,এনডিসি, পিএসসি, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডর মোঃ সাইদুর রহমান (ট্যাজ), উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাঁচ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ ২৪ মিটার প্রস্থ আধুনিক সুবিধা সংবলিত এ সড়ক নির্মাণে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে।
×