ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিপজলের দুই চলচ্চিত্রের মহরত

প্রকাশিত: ০৬:১৭, ২ জানুয়ারি ২০১৭

ডিপজলের দুই চলচ্চিত্রের মহরত

স্টাফ রিপোর্টার ॥ অনেকদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের ‘ডেঞ্জারম্যান’ খ্যাত অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মাঝে দুই একটি চলচ্চিত্রে কাজ করলেও তেমন নিয়মিত হননি। তবে সব ব্যস্ততাকে ছুটি দিয়ে আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা ডিপজল। নতুন করে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে তার। একসঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ২০১৬ সালের শেষ দিন রাতে এই দুই চলচ্চিত্রের মহরত উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন সাভারের ফাহিম স্টুডিওতে। মহরত অনুষ্ঠানে অতিথি ছিলেন আলহাজ ইলিয়াস মোল্লা এমপি, এনামুল হক এমপি এবং আসলামুল হক এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সহ-সভাপতি মমতাজুর রহমান আকবর, চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা, অমৃতা খান, অভিনেতা বাপ্পি চৌধুরী, নির্মাতা ছটকু আহমেদ, অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এবং তার মেয়ে ওলিজা মনোয়ার মেঘলা। অনুষ্ঠানে ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন মনোয়ার হোসেন ডিপজল। এর মধ্যে ‘এক কোটি টাকা’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন ছটকু আহমেদ এবং ‘মেঘলা’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মেঘলা। এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে মেকআপ বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনার ওলিজা মনোয়ার মেঘলার। সবার সহযোগিতা নিয়ে চলচ্চিত্রে নিয়মিত হতে চান ওলিজা। আর অনুষ্ঠানে নিয়মিতভাবে চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে বেশকিছু কর্মসূচীর কথা ঘোষণা করেন ডিপজল। এর মধ্যে দেশের বিভিন্ন হলের উন্নয়ন সাধন, নতুন মেশিন স্থাপনসহ চলচ্চিত্র শিল্পী ও পরিচালকের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এছাড়া আগামীতে দেশের বিভিন্ন সিনেমা হল সংস্কার এবং ডিজিটালাইজ করতে নতুন বছরে বিভিন্ন পদক্ষেপ নেয়া কথাও বলে ডিপজল। এদিকে ২০১৭ সালের প্রথম দিন থেকেই চলচ্চিত্রগুলোর শূটিং শুরু হয়েছে বলে জানা গেছে।
×