ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফিলাডেলফিয়া সিটি মেয়রের কমিশনার আওতাদ চৌধুরী

প্রকাশিত: ০৬:১৬, ২ জানুয়ারি ২০১৭

ফিলাডেলফিয়া সিটি মেয়রের কমিশনার  আওতাদ চৌধুরী

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি মেয়রের এশিয়ান-আমেরিকান বিষয়ক কমিশনার হলেনÑ বাংলাদেশী বংশোদ্ভূত আওতাদ চৌধুরী। এর আগে শহরটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আরেক বাংলাদেশী ড. নীনা আহমেদ। ডেমোক্র্যাট মেয়র জিম কেনির অভিবাসন বান্ধব মনোভাবের পরিপ্রেক্ষিতে ফিলাডেলফিয়া শহরটিতে বসবাসরত বাংলাদেশীসহ এশীয় অভিবাসীরা আবেগে আপ্লুত। মূলধারার কাজে আগ্রহীরা আরও উৎসাহ পাচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন প্রতিনিয়ত। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী মোট ২৪ জনকে মঙ্গলবার এক নির্দেশে কমিশনার নিয়োগের কথা জানিয়েছেন মেয়র। তারা নিজ নিজ দেশের অভিবাসীদের সমস্যা-সম্ভাবনার তথ্য সবিস্তারে মেয়রকে অবহিত করবেন। এশিয়ান-আমেরিকানদের জীবন মানের উন্নয়ন ঘটাতে আরও কি করা উচিত সে বিষয়ে পরামর্শ দেবেন মেয়রকে। সিলেটের সন্তান আওতাদ চৌধুরী নিউইয়র্কে বসবাসরত অবস্থায় কুইন্স বরোতে এশিয়ান-আমেরিকান এ্যাডভাইজারি কাউন্সিলের সঙ্গেও জড়িত ছিলেন। বর্তমানে তিনি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কম্যুনিটি সেবা দিয়ে যাচ্ছেন।
×