ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরীয় শান্তি আলোচনা ফের শুরু হচ্ছে

প্রকাশিত: ০৬:১৫, ২ জানুয়ারি ২০১৭

সিরীয় শান্তি আলোচনা  ফের শুরু হচ্ছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় প্রায় ছয় বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং চলতি মাসে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে রাশিয়া ও তুরস্কের চেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। শনিবার এ বিষয়ে এক প্রস্তাব সর্বসম্মত ভোটে পরিষদের পাস হয়। এদিকে এক নাজুক অস্ত্রবিরতি সিরিয়ার অধিকাংশ স্থানে বৃহস্পতিবার থেকে বলবত থাকে। তুরস্ক ও রাশিয়া এ অস্ত্রবিরতির উদ্যোক্তা। খবর বিবিসি, এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের। রাশিয়ার খসড়া করা ওই প্রস্তাবে সিরিয়ার সর্বত্র মানবিক ত্রাণ সহায়তা ‘দ্রুত, নিরাপদে ও অবাধে’ বিলি-বণ্টন করার সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবটি জানুয়ারির শেষ দিকে কাজাখস্তানের রাজধানী আসতানায় সিরীয় সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পথ সুগম করবে। সিরীয় সরকারের দুই সমর্থক রাশিয়া ও ইরান এবং বিদ্রোহীদের সমর্থক তুরস্ক এ আলোচনার উদ্যোক্তা। তুরস্ক ও রাশিয়া বলছে, এ আলোচনা জেনেভায় ৮ ফেব্রুয়ারি পুনরায় শুরু হবে বলে নির্ধারিত আলোচনাসহ জাতিসংঘ-সমর্থিত শান্তি প্রচেষ্টার বিকল্প নয়, এর সহায়কাই হবে। জাতিসংঘ প্রস্তাবের চূড়ান্ত পাঠে ‘অনুমোদন’ শব্দটি বাদ দিয়ে এর বদলে সিরিয়ায় সহিংসতা বন্ধ এবং এক রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে রাশিয়া ও তুরস্কের প্রচেষ্টাকে ‘স্বাগত’ ও ‘সমর্থন’ জানানো হয়। নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্যরা জাতিসংঘের ভূমিকা এবং মস্কো ও আঙ্কারার মধ্যস্থতায় পৌঁছানো মতৈক্যের অর্থ স্পষ্ট করে তুলতে খসড়া প্রস্তাবে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে চান। জাতিসংঘ প্রস্তাবে আসতানা আলোচনাকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানানো হয়।
×