ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় পর্যটক বোটে আগুন ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৫, ২ জানুয়ারি ২০১৭

ইন্দোনেশিয়ায় পর্যটক বোটে আগুন ২৩ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি পর্যটক বোটে আগুন লেগে ২৩ পর্যটক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। রবিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে পর্যটকদের নিয়ে একটি দ্বীপে যাওয়ার পথে বোটটিতে আগুন লাগে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুপোতো পুরোউ নুগরোহো বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানান। খবর এএফপির। বোটটি থেকে প্রায় ১০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। বোটটি যে দ্বীপের দিকে যাচ্ছিল সেই হাজার দ্বীপ পুলিশের মুখপাত্র ফেরি বুদিহারসো হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। রবিবার ভোরে উত্তর জাকার্তার মুয়ারা আংকে বন্দর থেকে জাহরো এক্সপ্রেস নামের বোটটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাতে আগুন ধরে যায়। বোটের বৈদ্যতিক জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বুদিহারসো। বোটটি থেকে ৯৮ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাকার্তার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান হেনদ্রা সুদিরমান।
×