ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেট ব্যয়ের সক্ষমতা বাড়ছে না

প্রকাশিত: ০৬:১২, ২ জানুয়ারি ২০১৭

বাজেট ব্যয়ের সক্ষমতা বাড়ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজেটে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ব্যয় করতে পারে না বলে মনে করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ। তিনি বলেন, ব্যয় সক্ষমতা বাড়ানোই বড় চ্যালেঞ্জ। রবিবার ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স বাংলাদেশ (আইপিএফ) কার্যালয়ে ‘ফিসক্যাল ইকোনমিক্স এ্যান্ড ইকোনমিক ম্যানেজমেন্ট (ফিম) কোর্স ২০১৭’-এর উাদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) মাত্র ৬ দশমিক ০৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। মাহবুব আহমেদ বলেন, বাজেটে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ব্যয় করতে পারে না। ফলে জাতীয় উন্নয়নে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হয় ধীরগতিতে। তাই ব্যয় সক্ষমতা বাড়ানো খুবই জরুরী। ব্যয় সক্ষমতা বাড়ানোর জন্য খুব সহায়ক হবে ফিম প্রশিক্ষণ কোর্স। আইপিএফ সূত্রে জানা গেছে, এটি ১৬তম তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স। এর আগের ১৫টি প্রশিক্ষণের জন্য বৈদেশিক সহায়তা নেয়া হয়েছে। এবারই প্রথম বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে। সূত্র আরও জানায়, সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দক্ষ কর্মকর্তা তৈরিতে সফল ভূমিকা রাখছে এ প্রশিক্ষণ কোর্স। বিপুলসংখ্যক আবেদনকারী কর্মকর্তাদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিটি কোর্সে মোট ২৫ প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। কোর্সটিতে সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা, সামষ্টিক অর্থনীতি, আর্থিক কাঠামো সংস্কার, বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো এবং রাষ্ট্রের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেয়া হয়।
×