ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মগবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৫, ২ জানুয়ারি ২০১৭

মগবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মূল্য তালিকাসহ খাবারের মেন্যু না থাকায় রাজধানীর মগবাজারের তিন প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সমন্বিত এক অভিযানে এ জরিমানা করা হয়। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সাইদুর রহমান রুবেল জানান, রবিবার দুপুরে খাবার পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মগবাজারের বৈশাখী বিরিয়ানী এ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক আব্দুর রবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অপরাধে মগবাজারের ভর্তা ভাত রেস্তোরাঁর ব্যবস্থাপক ম. রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ‘আস্থা সুপার সপ ফার্মা’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল এ জরিমানা করেন। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এএসপি সাইদুর।
×