ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়া রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত নাইজিরিয়ায় বাজার অনুসন্ধানে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৫:৫৫, ২ জানুয়ারি ২০১৭

নয়া রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত নাইজিরিয়ায় বাজার  অনুসন্ধানে  রাষ্ট্রপতির আহ্বান

নাইজিরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ রবিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, নাইজিরিয়ায় বাংলাদেশের প্রথম হাইকমিশনার নিযুক্ত হওয়ায় আবদুল হামিদ কায়কোবাদকে অভিনন্দন জানান। আবদুল হামিদ বলেন, নাইজিরিয়া ১৮ কোটি মানুষের একটি বিশাল বাজার। সেখানে ওষুধ, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশের পণ্য রফতানির ব্যাপক সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি সেখানে এসব পণ্যের বাজার খুঁজে বের করার জন্য নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের মধ্যে সরকারী ও বেসরকারী পর্যায়ে সফর বিনিময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য হাইকমিশনারকে উপদেশ দেন। তিনি নাইজিরিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির সুযোগ-সুবিধা অনুসন্ধানের জন্যও নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।
×