ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মামুন, সম্পাদক মাহবুবর

প্রকাশিত: ০৫:৫৫, ২ জানুয়ারি ২০১৭

 বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মামুন, সম্পাদক মাহবুবর

অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রথম ত্রিবার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। দিনব্যাপী এই সম্মিলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিকেলে দুই শ’ ডেলিগেটের উপস্থিতিতে সম্মিলনীর নতুন কেন্দ্রীয় কমিটি (২০১৭-১৯) ঘোষণা করা হয়। উপস্থিত ডেলিগেটদের সম্মতিতে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন। সাধারণ সম্পাদক মনোনীত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মাহবুবর রহমান। যুগ্ম সম্পাদক হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক চৌধুরী শহীদ কাদের। সহ-সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেসবাহ কামাল, যশোর শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমির হোসেন, সুলতানা নিগার চৌধুরী ও ঢাকা কলেজের ইতিহাসের অধ্যাপক নমিতা দাসকে। কোষাধ্যক্ষ হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক আহম্মেদ শরীফ। সাংগঠনিক সম্পাদক হন মনিরুজ্জামান শাহীন ও অমল কুমার গাইন। দফতর সম্পাদক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তপন পালিত, মামুন সিদ্দীক, হাসিনা আহমেদ, মিঠুন সাহা ও আহমেদ মাহফুজুল হক হন যথাক্রমে সেমিনার, প্রচার, গবেষণা, দফতর ও প্রকাশনা সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হন শিল্পী হাশেম খান, লেখক শাহরিয়ার কবির, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, কবি তারিক সুজাত, চিকিৎসক নেতা ডাঃ শেখ বাহারুল আলম ও সাবেক সচিব কবি আসাদ মান্নান। Ñবিজ্ঞপ্তি
×