ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষার আগেই সড়ক মেরামত শেষ করতে হবে

প্রকাশিত: ০৫:৫৫, ২ জানুয়ারি ২০১৭

বর্ষার আগেই সড়ক মেরামত শেষ  করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী বর্ষার আগেই দেশের সড়ক-মহাসড়কসমূহের চলমান সংস্কার ও মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনভাবেই বর্ষাকে অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না। বর্ষায় কোন সড়ক নষ্ট থাকবে তা হতে পারে না। রবিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় মন্ত্রী চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, সড়ক-মহাসড়ক সংস্কার কাজের গুণগতমান বজায় রাখতে হবে। জনগণের অর্থের অপচয় কিংবা অপব্যবহার কোনভাবেই মেনে নেয়া হবে না। দেশের সড়ক সংস্কার ও মেরামতে গঠিত মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলোর কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক সংস্কার ও পরিবহন ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল ও মনিউর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
×