ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢামেক হাসপাতালে ১১ হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ০৫:৫৪, ২ জানুয়ারি ২০১৭

ঢামেক হাসপাতালে ১১ হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কর্তৃপক্ষের কাছে এসব চেয়ার হস্তান্তর করেন সৈয়দ সাইফুল আলম। এ সময় হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুর ও হাসপাতাল সমাজ সেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্যোক্তা সাইফুল আলম জানান, আমরা বিভিন্ন সময় রোগী নিয়ে এ হাসপাতালে এসেছি। তখন দেখেছি, হাসপাতালের ভেতরে রোগী আনা-নেয়ার জন্য পর্যাপ্ত হুইল চেয়ার নেই। এরপর গত ১৮ ডিসেম্বর আমরা ফেসবুকে একটি ইভেন্ট খুলে সবাইকে হাসপাতালের রোগী ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাই। এতে ব্যাপকভাবে সাড়া পাই। তাদের মাধ্যমে ১১টি হুইল চেয়ার পেয়ে হাসপাতালের রোগীদের সেবার জন্য দেয়া হলো। ঢামেকের উপ-পরিচালক খাজা আবদুল গফুর জানান, হুইল চেয়ার পাওয়ায় রোগীরা উপকৃত হবেন। জরুরী বিভাগে পাঁচটি ও বিভিন্ন ওয়ার্ডে বাকি হুইল চেয়ার দেয়া হবে।
×