ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানে শৃঙ্খলা সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৫:৫৪, ২ জানুয়ারি ২০১৭

বিমানে শৃঙ্খলা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শুরু হয়েছে শৃঙ্খলা সপ্তাহ। কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্ব উন্নয়নে শৃঙ্খলার কোন বিকল্প নেই- এমন বাস্তবতা থেকেই সিবিএ উদ্যোগ নেয়। সিবিএ সভাপতি ও বিমান শ্রমিক লীগ সভাপতি মশিকুর রহমান নিজে বিমানের ইউনিফর্ম পরিধান করে রবিবার বলাকা ভবনে শৃঙ্খলা সপ্তাহের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ ও পরিচালকগণ। এ সভায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে বিমানের কর্মচারীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সঠিক সময়ে অফিসে হাজির হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের সময় আইন-কানুন মেনে যথাযথভাবে সবাইকে আন্তরিকভাবে মনোযোগী হবার নির্দেশ দেয়া হয়। যাতে বিমান সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পাল্টে যায়। উল্লেখ্য, বিমানের কর্মচারীরা ইউনিফর্ম ভাতা নেন, কিন্তু তারা সেটা ব্যবহার করেন না এমন অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে জনকণ্ঠসহ বিভিন্ন মিডিয়ায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়। এমন পরিপ্রেক্ষিতেই সিবিএ এ শৃঙ্খলা সপ্তাহের আয়োজন করে।
×