ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাবীবের জন্মশতবার্ষিকী

প্রকাশিত: ০৫:৫৪, ২ জানুয়ারি ২০১৭

হাবীবের  জন্মশতবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ কবি ও সম্পাদক উভয় পরিচয়কেই সমান দক্ষতায় ধারণ করেছিলেন আহসান হাবীব। পূর্ব বাংলায় আধুনিক কাব্যসাহিত্যের অন্যতম এই কবি ও কিংবদন্তি সাহিত্য সম্পাদক আহসান হাবীবের জন্মশতবার্ষিকী আজ সোমবার। ১৯১৭ সালের আজকের এই দিনে তৎকালীন বাকেরগঞ্জ বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেশ ভাগের অন্তত এক যুগ আগেই কলকাতায় শুরু হয় তাঁর সাহিতচর্চা। কবি পরিচয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। অসাধারণ ব্যক্তিত্ববোধ, মনন, রুচি ও আচার-আচরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিংবদন্তি এক সম্পাদক হিসেবে। আহসান হাবীব অভিভাবকের মতো সাহিত্যের মূলধারায় নেতৃত্ব দিয়েছেন। তার কল্যাণে বাংলা সাহিত্যের অনেক লেখক মূলধারার সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন। আজকের বাংলা কবিতার অনেক প্রতিষ্ঠিত কবির প্রথম লেখা ছাপা হয়েছে আহসান হাবীবের হাত ধরে। পারিবারিকভাবে আহসান হাবীব সাহিত্য সংস্কৃতির আবহের মধ্যে বড় হয়েছেন। সেই সূত্রে বাল্যকাল থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। সে সময় তার বাড়িতে ছিল আধুনিক সাহিত্যের বইপত্র ও কিছু পুঁথি। যেমনÑআনোয়ারা, মনোয়ারা, মিলন মন্দির প্রভৃতি। এসব পড়তে পড়তে এক সময় নিজেই কিছু লেখার তাগিদ অনুভব করেন। ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তার একটি প্রবন্ধ ‘ধরম’ প্রকাশিত হয়। প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ পিরোজপুর গবর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপা হয়। কবি হিসেবে আহসান হাবীবের যাত্রা শুরু হয় অবিভক্ত বাংলায়। তৎকালীন সময়ে যে ক’জন মুসলমান তরুণ আধুনিকতাকে আত্মস্থ করে বাংলা কবিতার গতিপথে ঢুকে পড়েছেন তাদের মধ্যে আহসান হাবীবের নাম অগ্রগণ্য। আহসান হাবীব মূলত কবি। শৈশবে, কৈশোরে ও পারিবারিক অনুকূল আবহে সাহিত্যের প্রতি অগাধ ভালবাসা ছিল এবং সাহিত্যের প্রতি তার এই ভালবাসা ছিল আমৃত্যু। তার প্রথম কবিতার বই ‘রাত্রি শেষে’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে কমরেড পাবলিশার্স থেকে। জীবন-জীবিকার প্রয়োজনে বারবার স্থান বদল করলেও শেকড়ের প্রতি তিনি ছিলেন আজন্ম দায়বদ্ধ। আর তাই সাহিত্যের বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন দেশ, মাটি, মানুষ, নিসর্গ ও প্রেম। ‘ছায়া হরিণ’, ‘সারা দুপুর’, ‘আশায় বসতি’, ‘মেঘ বলে চৈত্রে যাবো’, ‘দুই হাতে দুই আদিম পাথর’ এবং ‘প্রেমের কবিতা’সহ বিভিন্ন গ্রন্থে তিনি কবিতা নিয়ে নিরীক্ষা করেছেন। শিশুতোষ লেখায়ও ছিল আহসান হাবীবের সাবলীল বিচরণ। সাহিত্য সাধনায় স্বীকৃতিস্বরূপ আহসান হাবীব একুশে পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার, একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার অর্জন করেছেন। ১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের অন্যতম এই কবি।
×