ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাত দিয়ে মোবাইল চার্জ

প্রকাশিত: ০৫:৫২, ২ জানুয়ারি ২০১৭

হাত দিয়ে মোবাইল চার্জ

আপেল আকৃতির দারুণ এক ডিভাইস হ্যান্ড এ্যানার্জি। এই ডিভাইস দিয়ে যে কোন সময় যে কোন স্থানে মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। তবে এর বিশেষত্ব হচ্ছে- এই যন্ত্রটি মোবাইল ফোন চার্জ দেয়ার ক্ষেত্রে দেহের শক্তিকে কাজে লাগাবে। বর্তমানে বিদ্যুত ও সৌরশক্তিচালিত ডিভাইস মোবাইল ফোন চার্জ দেয়ার ক্ষেত্রে রাজত্ব করছে। তবে সূর্যের আলোর দেখা না মিললে সোলার ডিভাইস দিয়ে মোবাইল ফোন চার্জ দেয়া সম্ভব নয়। সীমাবদ্ধতা থেকেই গেল। সে ক্ষেত্রে হ্যান্ড এ্যানার্জি ডিভাইসের জন্য হাতই যথেষ্ট। ডিভাইসটি নিয়ে কব্জি ঘোরাতে থাকলে এর ভেতরে থাকা ব্যাটারি শক্তি উৎপাদন করবে। হ্যান্ড এ্যানার্জির সহপ্রতিষ্ঠাতা এ্যালেক্স নোভিক ডিজিটাল ট্রেন্ডসকে বলেন, এটি নির্মাণে প্রয়োজন একটি ব্যাটারি, মেটাল কয়েল ও চুম্বক। হ্যান্ড এ্যানার্জি ঘোরানোর ফলে এর ভেতর শক্তি উৎপাদন হয়। যা ইউএসবি কেবল দিয়ে মোবাইলে স্থানান্তর করা সম্ভব। নোভিক বলেন, এই ডিভাইস প্রতিদিন আমাদের কাজে দেবে তেমনটি আমরা প্রয়োজন মনে করি না। কারণ এ পদ্ধতিতে মোবাইল পুরোপুরি চার্জ হতে প্রায় এক ঘণ্টা সময় লাগবে। তবে কখনও কখনও আমাদের এমন জায়গায় যেতে হয় যেখানে বিদ্যুত নেই অথবা কোন প্লাগ নেই। অথবা মরুভূমি ও পাহাড়ী এলাকায় আমরা ভ্রমণে গেছি। তখন এই হ্যান্ড এ্যানার্জি মোবাইল চার্জ দেয়ার ক্ষেত্রে অভিনব উদ্ভাবনই বলা চলে। আগামী বছরের মে মাসে এই ডিভাইস বাজারে আসবে। -অডিটিসেন্ট্রাল
×