ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৈত্রী ট্রেন থেকে ভারতীয় শাড়ি থ্রি পিস উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৮, ১ জানুয়ারি ২০১৭

মৈত্রী ট্রেন থেকে ভারতীয় শাড়ি থ্রি পিস উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টশনে মৈত্রী ট্রেন থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও জুলেয়ারি উদ্ধার করা হয়েছে। এদিকে তেজগাঁওয়ে ধারালো অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেনে আবারও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস ও জুয়েলারি ভর্তি ১২টি ট্রলিব্যাগ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঢাকা মৈত্রী ট্রেন থেকে এ মালামালগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কলকাতা হয়ে ঢাকায় মৈত্রী ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে এলে ১২টি ট্রলিব্যাগ ভর্তি প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস ও স্বর্ণ জব্দ করা হয়। ড. মঈনুল খান জানান, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নতমানের থ্রি-পিস ১৬৪, শাড়ি ১৬ পিস, লেহেঙ্গা দুই পিস ও উন্নতমানের কাশ্মীরি শাল ৪৯ পিস।
×