ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মসূচী পালন করতে না দিলে বিএনপির কোন ক্ষতি হবে না ॥ মোশাররফ

প্রকাশিত: ০৮:৩৮, ১ জানুয়ারি ২০১৭

কর্মসূচী পালন করতে না দিলে বিএনপির কোন ক্ষতি হবে না ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারির ঘোষিত কর্মসূচী পালন করতে না দিলে বিএনপির কোন ক্ষতি হবে না। বরং এতে সরকারী দলই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। জনগণের কাছে তাদের মুখোস উন্মোচন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে এ বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে জবাবদিহি থাকলে ‘বিএনপির কর্মসূচী পালনে রাজপথে নামতে দেয়া হবে না’ ক্ষমতাসীন দল এমন কথা বলতে পারত না। দশম জাতীয় সংসদের বর্ষপূর্তিতে বিএনপি প্রতি বছর ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচী ঘোষণা করে। আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন গণতন্ত্রের বিজয় দিবস পালনের কর্মসূচী দেয়া হয়। প্রতি বছর এ কর্মসূচীকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হচ্ছে। এবারও বিএনপির পক্ষ থেকে ওই দিন কালো ব্যাজ ধারণ ও কালো পাতাকা কর্মসূচী ঘোষণা এবং ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানানো হয়েছে। আর এ কর্মসূচী ঘিরেই তৈরি হয়েছে উত্তজেনা। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম এ কর্মসূচী পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চরণ করেছেন। এ অবস্থায় ৫ জানুয়ারি কর্মসূচী পালন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিএনপি। ওই দিন তাদের ঘোষিত কর্মসূচী পালন করতে পারবে কিনা, তা নিয়ে উদ্বিগ্নও দলটি। শনিবার কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ৫ জানুয়ারি কর্মসূচী পালন করতে না দিলে বিএনপির কোন ক্ষতি হবে না। এতে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এতে বাধা দিলে সরকারের মুখোশ উন্মোচিত হবে।
×