ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবেশকে বাঁচাতে হবে ॥ বনমন্ত্রী

প্রকাশিত: ০৮:১০, ১ জানুয়ারি ২০১৭

পরিবেশকে বাঁচাতে হবে ॥ বনমন্ত্রী

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ পরিবেশ এখন একটি আন্তর্জাতিক বিষয় হয়ে উঠেছে। এই পরিবেশকে বাঁচাতে হবে। এজন্য সরকার এবং বিজ্ঞানীদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সুন্দরবনের জীববৈচিত্র্য : প্রাণিবিদ্যাগত দৃষ্টিভঙ্গি বিষয়ক ২০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রাণিবিজ্ঞানী ড. আলী রেজা খান, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে প্রমুখ।
×