ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদা ও বিএনপি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:১০, ১ জানুয়ারি ২০১৭

খালেদা ও বিএনপি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, মাঝে-মধ্যে নির্বাচন করলেই কারও সাত খুন মাফ হয় না। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন বর্জনকারী আগুনসন্ত্রাসী, জঙ্গী সমর্থনকারী এবং যুদ্ধাপরাধী-রাজাকাররা সবাই খালেদা ও বিএনপির নেতৃত্বে এখনও সক্রিয়। তারা এখনও তাদের অতীত রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেনি। তারা মাঝে-মধ্যে নির্বাচন করলেও একদিকে মানুষ পোড়ানোর জন্য মাপ চায়নি, জঙ্গীদের রক্ষা ও জঙ্গীদের সমর্থন দেয়া বন্ধ করেনি। যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গ ত্যাগ করেনি এবং জামায়াতের সঙ্গী ছাড়েনি। অন্যদিকে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা নিশ্চিতের নামে অসাংবিধানিক সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। সুতরাং খালেদা-বিএনপির এ রাজনৈতিক অবস্থান জনগণ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক ও হুমকিস্বরূপ।
×