ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শংকর কুমার দে;###;গাফফার খান চৌধুরী

জঙ্গী উত্থান পতনের বছর

প্রকাশিত: ০৬:৪৭, ১ জানুয়ারি ২০১৭

জঙ্গী উত্থান পতনের বছর

বিদায়ী বছরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জঙ্গী হামলা, উচ্চ শিক্ষিত তরুণ-তরুণীদের নিখোঁজ, জঙ্গী আস্তানায় অভিযান, জঙ্গীদের আত্মসর্মপণ ছাড়াও বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনা। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। জঙ্গী হামলায় হতাহতের ঘটনা ছিল টক অব দি কান্ট্রি। বিশেষ করে জঙ্গী হামলায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে এক মহিলা ও দুই পুলিশ এবং গুলশানের হলি আর্টিজান বেকারিতে ১৭ বিদেশীসহ ২২ জনের মৃত্যু সারা দুনিয়ায় হৈচৈ ফেলে দেয়। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক সাঁড়াশি অভিযানের মুখে ৩৭ জঙ্গীর মৃত্যুর ঘটনা ঘটে। গ্রেফতার হয় দুই শতাধিক নারী, পুরুষ ও কিশোর জঙ্গী। যাদের অধিকাংশই আত্মঘাতী স্কোয়াডের সদস্য। এরপর থেকেই জঙ্গীবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকা বিশ্বের কাছে ব্যাপক প্রশংসিত হয়ে আসছে। বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রমাণ করার যে চক্রান্ত চলছিল, তা নস্যাত হয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা ॥ রাতের ক্লাস শেষে বাসায় ফেরার পথে গণজাগরণ মঞ্চের অন্যতম এই সংগঠককে চাপাতি দিয়ে কোপানোর পর গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় ঘাতক জঙ্গীরা। সাধু পরমানন্দ রায় হত্যা ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে দিবালোকে সাধু পরমানন্দ রায়কে কুপিয়ে হত্যা করে জঙ্গীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা ॥ ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে সকালে কুপিয়ে হত্যা করে জঙ্গীরা। কাশিমপুরে প্রধান কারারক্ষীকে হত্যা ॥ গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েক শ’ গজ সামনে প্রধান কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জঙ্গীরা জড়িত বলে তদন্তকারীদের ধারণা। টাঙ্গাইলে দর্জি নিখিল জোয়াদ্দার হত্যা ॥ জেলার গোপালপুরে প্রকাশ্যে দর্জি নিখিল জোয়াদ্দারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তদন্তকারীদের ধারণা, জঙ্গীরা হত্যাকা-ের ঘটনাটি ঘটাতে পারে। বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা ॥ জেলার নাইক্ষ্যংছড়িতে মং শু হুক (৭৫) নামের ওই বৌদ্ধ ভিক্ষুকে গলা কেঁটে হত্যা করা হয়। তার লাশ বাইশরি বৌদ্ধবিহারের ভেতর থেকে সকালে উদ্ধার হয়। কলাবাগানে জোড়া খুন ॥ বিদায়ী বছরের ২৫ এপ্রিল বিকেল বেলা। রাজধানীর কলাবাগানের ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় নারায়ে তাকবির, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে বাসায় ঢুকে কয়েক জঙ্গী। এরপর পার্সেল দেয়ার কথা বলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা, ইউএসএআইডির কর্মকর্তা ও হিজড়াদের অধিকার আদায়ে সোচ্চার থাকা রূপবান নামক একটি পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। হত্যার পর পালানোর সময় এক পুলিশ কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে এক জঙ্গীকে ধরে ফেলার চেষ্টা করে। ওই জঙ্গী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। জঙ্গী কায়দায় এসপি বাবুল আকতারের স্ত্রী হত্যা ॥ গত ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলযোগে তিন যুবক মিতুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জঙ্গী কায়দায় হত্যা করে দিব্যি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় হত্যাকারীরা। এরপর বাবুল আক্তারকে রাতের আঁধারে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত পুলিশের চাকরি যায় বাবুল আক্তারের। বর্তমানে আদ্ব-দ্বীন হাসপাতালের কর্মকর্তা হিসেবে চাকরি করছেন তিনি। যদিও তার স্ত্রী হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়। মামলাটির তদন্ত চলছে। স্কুলছাত্রী রিশা হত্যা ॥ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে দুপুরে ঢাকার কাকরাইলে স্কুলের সামনেই ছুরিকাঘাত করে টেইলার্স কর্মচারী ওবায়দুর রহমান। তিন দিন পর রিশার মৃত্যু হয়। দিনাজপুর থেকে তিন যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার ॥ নাটোরের তিন যুবলীগ কর্মী রেদওয়ান আহমেদ সাব্বির, আবু আব্দুল্লাহ ও সোহেল আহমেদের গুলিবিদ্ধ লাশ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার হয়। কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা ॥ সেনানিবাস এলাকায় নিজ বাড়ির কয়েক শ‘ গজ দূরেই খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তবে তনু কোথায় খুন হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উত্তরা থেকে বিপুল পরিমাণ ভারি অস্ত্র গোলাবারুদ উদ্ধার ॥ বিদায়ী বছরের ১৮ ও ১৯ জুন তুরাগ থানাধীন মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ি খাল থেকে ৯৭টি পিস্তল, ১৯২টি ম্যাগাজিন, ১০টি ম্যাগাজিন গ্লোক পিস্তল, ২৯৫টি এসএমজির ম্যাগাজিন, ১০টি বেয়োনেট, ১০৪টি ছোট সিলিন্ডার আকারের বুলেট তৈরির বাক্স, নাইন এমএম পিস্তলের ৮৪০টি তাজা বুলেট, সেভেন পয়েন্ট সিক্স টু বোরের ২১৭টি তাজা বুলেট ও অস্ত্র পরিষ্কার করার ১০৮টি ক্লিনিং রড উদ্ধার হয়। ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া পরে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে ভয়াবহ নাশকতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করতেই বিএনপি-জামায়াত-শিবির-জঙ্গীগোষ্ঠী অস্ত্রগোলাবারুদের বিশাল চালানটি এনেছিল বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে দেশী ও আন্তর্জাতিক চক্র জড়িত। চক্র দু’টি ২০১৩ সাল থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, অস্ত্রের চালানটি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড ফ্রন্ট অব অসম)। আওয়ামী লীগ ক্ষমতালাভের পর উলফা নেতাকর্মীদের দেশ থেকে উচ্ছেদ শুরু করে। এজন্য উলফা আওয়ামী লীগকে জঙ্গীদের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। উদ্ধারকৃত অস্ত্রগোলাবারুদগুলো উলফা জঙ্গীদের হাতে পৌঁছে দেয়ার চেষ্টা করেছিল। নিখোঁজ শিক্ষিত তরুণ-তরুণী ॥ বেশ কয়েকটি জঙ্গী হামলার পর সারাদেশে টানা অভিযানে দুই শতাধিক জঙ্গী গ্রেফতার হয়। যাদের অনেকেই দীর্ঘ দিন ধরে নিখোঁজ ছিল। এছাড়া বেশ কয়েকটি আস্তানায় অভিযানের পর হতাহত জঙ্গীদের পরিচয় প্রকাশ পেতে থাকে। যাদের পরিচয় পাওয়া যায়, তাদের সবাই দীর্ঘ দিন ধরে পরিবার থেকে নিখোঁজ ছিল। সারাদেশের থানাগুলো থেকে ১৫ থেকে ৩৫ বছর বয়সী নিখোঁজ তরুণ-তরুণীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে শিক্ষিতদের প্রাধান্য দেয়া হয়। এখন পর্যন্ত এ ধরনের নিখোঁজ তরুণ-তরুণীদের সংখ্যা দুই শতাধিক। গোয়েন্দাদের ধারণা, নিখোঁজদের মধ্যে শতাধিক জঙ্গীবাদে জড়িয়ে পড়েছে। এরমধ্যে ২০ থেকে ৩০ জন বিদেশে পাড়ি জমিয়েছে। ঈদ জামাতে জঙ্গী হামলায় দুই পুলিশ ও এক নারী নিহত ॥ বিদায়ী বছরের ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে জঙ্গী হামলার চালানোর প্রস্তুতিকালে পুলিশের বাধার মুখে তা প- হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে জঙ্গীরা গ্রেনেড হামলা করলে কনস্টেবল আনসার ও জহিরুলের মৃত্যু হয়। জঙ্গীদের গ্রেনেড হামলায় আহত হন এক স্থানীয় নারী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান হলি আর্টিজানে জঙ্গী হামলা ॥ গত ১ জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের কূটনৈতিকপাড়ায় হলি আর্টিজান রেস্তুরাঁ ও বেকারিতে জঙ্গী হামলায় ১৭ বিদেশী ও তিন বাংলাদেশী এবং দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় জঙ্গী নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্ব¡ল, মীর সামিহ মোবাশ্বের ও রোহান ইবনে ইমতিয়াজ। অভিযানে নিহত শরীয়তপুরের সাইফুল ইসলাম চৌকিদারও জঙ্গী ছিল বলে তদন্তকারীদের সন্দেহ। এমন ঘটনার পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়ে। বিদেশী সহায়তা, বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত বিদেশীদের নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। বাংলাদেশে জঙ্গীবাদের ভয়াবহ উত্থান হয়েছে বলেও, বিভিন্ন সময় প্রচার চালানো হয়। এমন পরিস্থিতিতে হুমকি মুখে পড়ে বাংলাদেশের রফতানি বাণিজ্য। বিশেষ করে গার্মেন্টস শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। জঙ্গী আস্তানায় ধারাবাহিক অভিযান, হতাহত ও গ্রেফতার হচ্ছে জঙ্গীরা ॥ রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে জঙ্গী আস্তানায় অভিযানে নয় জঙ্গী নিহত হয়। নিহতরা এক সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আহত অবস্থায় গ্রেফতার হয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সাবেক শিবির কর্মী জঙ্গী রাকিবুল হাসান রিগ্যান। ঢাকার মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হয় নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত হয় গুলশান ও শোলাকিয়ার ঈদ জামাতে হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গী। রাজধানীর আজিমপুরে মহিলা জঙ্গীদের আস্তানায় অভিযানকালে আত্মহত্যা করে জঙ্গী তানভীর কাদেরী। পালিয়ে যায় রূপনগরে নিহত জঙ্গী মেজর মুরাদের স্ত্রী জেবুন্নাহার শিলা। আহত অবস্থায় গ্রেফতার হয় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার মাস্টারমাইন্ড পলাতক নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি, পলাতক শীর্ষ জঙ্গী নেতা জামান ওরফে বাসারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিন ও আত্মহত্যা করা জঙ্গী তানভির কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা। আস্তানা থেকে উদ্ধার হওয়া তিন শিশু সন্তানের মধ্যে দুই জনকে তাদের দাদা-দাদি ও নানা-নানিীর কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের বয়স বারো বছরের বেশি হওয়ায় তাকে কারা বিধি অনুযায়ী হেফাজতে রাখা হয়েছে। ঢাকার আশুলিয়া, গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশ ও র‌্যাবের একযোগে জঙ্গী আস্তানায় চালানো অভিযানে ১২ জঙ্গী নিহত হয়। নিহতদের মধ্যে আব্দুর রহমান নব্য জেএমবির অন্যতম অর্থদাতা ছিল। তার কাছ থেকে ৩০ লাখ টাকা ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়। গত ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানে আত্মঘাতী জঙ্গীদের আস্তানায় অভিযানে নিহত হয় আজিমপুরে জঙ্গী আস্তানায় আত্মহত্যাকারী জঙ্গী তানভীর কাদেরীর ছেলে আবির কাদেরী ওরফে আদর ও সুমন নামের এক জঙ্গীর স্ত্রী। আত্মসমর্পণ করে রাজধানীর রূপনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা। তিনি আজিমপুরের আস্তানা থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি এক সন্তানসহ আত্মসমর্পণ করেন। এছাড়া পলাতক শীর্ষ জঙ্গী মুসার স্ত্রী তৃষ্ণা ও তার এক সন্তান আত্মসর্মপন করে। আস্তানাগুলো থেকে উদ্ধার হয় জঙ্গীবাদের নানা আলামত, হামলা চালানোর অস্ত্র গোলাবারুদ। এছাড়া চলমান ধারাবাহিক অভিযানে লেখক অভিজিৎ রায়, ব্লগার নিলয়, সিলেটের অনন্ত, প্রকাশক দীপন ও মোহাম্মদপুরের শুদ্ধস্বর প্রকাশনীতে হামলার সঙ্গে জড়িতদের অধিকাংশই গ্রেফতার হয়েছে। ব্লগার, লেখকসহ নানা শ্রেণী পেশার মানুষ, গুলশান হামলার মাস্টারমাইন্ডসহ আলোচিত সব জঙ্গী হামলার ঘটনার নেপথ্যে থাকা মেজর জিয়া ও মারজানকে গ্রেফতারে অভিযান চলছে। যেকোন সময় তারা গ্রেফতার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গোয়েন্দা সূত্রগুলো বলছে, মেজর জিয়া ও মারজান গ্রেফতার হলে বাংলাদেশে জঙ্গীবাদ বিস্তারের ধারা অনেকটাই বন্ধ হয়ে যাবে। মূলত তাদের মাধ্যমেই দেশী ও আন্তর্জাতিক চক্রগুলো বাংলাদেশকে একটি জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছিল। যাতে জঙ্গীবাদ দমনের নামে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ সুগম হয়। বাংলাদেশস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারের জঙ্গীবাদ নির্মূলে চালানো সাঁড়াশি অভিযানের বার বার প্রশংসা করেছেন। বলেছেন, বাংলাদেশ জঙ্গীবাদের ঝুঁকি থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের জন্য মনোনীত বিদেশীরা বাংলাদেশে অবাধে যাতায়াত করছেন। গার্মেন্টস শিল্পসহ নানা কাজের সঙ্গে জড়িত বিদেশী ছাড়াও বিদেশী পর্যটকরাও অবাধে বাংলাদেশে আসছেন। রাজধানীর কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ দেশের বিভিন্ন জায়গায় নির্বিঘেœ কোন প্রকার শঙ্কা ছাড়াই বিদেশীরা ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন। তাদের কর্মকা- চালিয়ে যাচ্ছেন। হলি আর্টিজানে হামলার পর বিদেশীদের মনে যে ভীতি কাজ করছিল, এখন তার বালাই নেই।
×