ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনামুল হক

চমক আর অঘটনের বছর ২০১৬

প্রকাশিত: ০৬:৪০, ১ জানুয়ারি ২০১৭

চমক আর অঘটনের বছর ২০১৬

২০১৬ সালের সবচেয়ে চমক ও তোলপাড় সৃষ্টি করা ঘটনা মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া। ব্যবসায় জগত থেকে আসা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন। ট্রাম্প ২৭৯ ইলেকটোরাল ভোট ও হিলারি ২২৮টি ইলেকটোরাল ভোট পান। ট্রাম্প ফ্লোরিডা, ওহাইও ও নর্থ ক্যারোলিনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জয় পান। সবচেয়ে বড় জয় হয়েছিল তার ওয়াহিওমিং রাজ্যে। সেখানে তিনি ৭১.১ শতাংশ ভোট পান। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ফিদেল ক্যাস্ট্রোর প্রয়াণ লাতিন আমেরিকার অগ্নিপুরুষ ফিদেল ক্যাস্ট্রো ২৫ নবেম্বর, ৯০ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেন। আজন্ম বিপ্লবী এই মানুষটি রানী দ্বিতীয় এলিজাবেথ বাদে বিশ্বের অন্য যে কোন রাষ্ট্রনায়কের তুলনায় অধিক দিন শাসন ক্ষমতায় ছিলেন। ১৯৫৯ সালে তিনি কিউবাকে জেনারেল বাতিস্তার ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেন এবং ধীরে ধীরে দেশটিকে সমাজতন্ত্রের পথে নিয়ে আসেন। মহাপরাক্রান্ত আমেরিকার নাকের ডগায় তিনি কিউবাকে সমাজতন্ত্রের এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেন এবং শত ষড়যন্ত্র ও বৈরিতার মধ্যে সে দুর্গকে টিকিয়ে রাখেন। বিশ্বজুড়ে সমাজতন্ত্রের বিপর্যয়ের মধ্যেও তিনি নিঃসঙ্গ যোদ্ধার মতো কিউবায় সমাজতন্ত্রের আলোকবর্তিকা উঁচিয়ে রেখেছিলেন। ইইউ থেকে ব্রিটেনের প্রস্থান গত বছরের আরেক বড় ঘটনা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায়। গত ২৩ জুন অনুষ্ঠিত সেই গণভোটে প্রায় ৭২ শতাংশ বা তিন কোটিরও বেশি ভোটার অংশ নেয়। তাদের ৫২ শতাংশ ব্রেক্সিটের পক্ষে এবং ৪৮ শতাংশ বিপক্ষে ভোট দেয়। রায়ের পরদিন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন ও থেরেসা মে নতুন প্রধানমন্ত্রী হন। এখন উভয় পক্ষকে দুই বছরের মধ্যে ব্রেক্সিটের শর্তাবলী মতৈক্যের ভিত্তিতে ঠিক করতে হবে এবং সেটা হলে সম্ভবত ২০১৯ সালের গ্রীষ্মের মধ্যে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। ৫ হাজার লোকের সলিল সমাধি আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে গত বছর রেকর্ড সংখ্যক ৫ হাজার দেশান্তরী লোকের সলিল সমাধি ঘটেছে। বিভিন্ন সময়ে সংঘটিত নৌযান ডুবিতে এদের মৃত্যু হয় এবং অধিকাংশ ক্ষেত্রে সেই নৌযানগুলো ছিল বায়ুপূর্ণ রাবারের ডিঙ্গি এবং সেগুলো মাত্রাতিরিক্ত আরোহিতে ঠাসা ছিল। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে একইভাবে ৩৮০০ লোকের মৃত্যু হয়েছিল। দুর্ভোগপূর্ণ আবহাওয়া, মানব পাচারকারীদের ব্যবহৃত নিম্নমানের নৌযান এবং ধরা না পড়ার জন্য বিপজ্জনক রুট বেছে নেয়াই দুর্ঘটনার জন্য দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করেন। সন্ত্রাসের ছোবল ২০১৬ সালকে সন্ত্রাসী হামলার বছর বললে এতটুকু অত্যুক্তি হবে না। এই একটি বছরে দেশে দেশে সন্ত্রাসের হিংস্র নখরাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। এক হিসাব থেকে জানা যায়, এ সময় সন্ত্রাসী হামলা হয়েছে ১৬৮০টি এবং তাতে নিহত হয়েছে ১৫ হাজার ২২১ জন। আক্রান্ত স্থানগুলো ইরাক, সিরিয়া, ইয়েমেন, ইস্তানবুল, কায়রো, ইথিওপিয়া, আলজিরিয়া, দুবাই, আক্রা, সুদান, শাদ, নাইজার, কঙ্গো, স্টকহোম, ব্রাসেলস, ওয়ারশ, মিলান, মাদ্রিদ, আমস্টারডাম, লন্ডন, প্যারিস, মাদ্রিজ, দিল্লী, মুম্বাই, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, জাকার্তা, পাকিস্তান, আফগাস্তিান। তার মধ্যে সর্বাধিক হামলা হয়েছে ইরাকে। বিশেষ করে মসুল ও বাগদাদে। তারপর সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ইয়েমেনের স্থান। সবচেয়ে বেশি হামলা চালিয়েছে আইএস। এরপর তালেবান, বোকোহারাম ও অন্যান্য ইসলামী সংগঠনের স্থান। কিছু কিছু বিচ্ছিন্নতাকামী সংগঠনও সন্ত্রাস করেছে, যাদের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। ইউরোপের মধ্যে ব্রাসেলসের বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশন ২২ মার্চ যুগপৎ দুই ভয়াবহ বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত ও ৩শ’রও বেশি আহত হয়। হামলাটা আইএসের। ১৪ জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সের নিস নগরীতে আনন্দরত জনতার ওপর ২০ টনি ট্রাক চালিয়ে ৮৬ জনকে পিষিয়ে মারে জনৈক তিউনিসীয়। আহত হয় ৪৩৪ জন। জরুরী অবস্থা ঘোষণা করা হয়। কেউ হামলার দায় না নিলেও এর সঙ্গে ইসলামী জঙ্গীদের যোগাযোগ আছে বলে ধারণা করা হয়। ভারত-পাকিস্তান সংঘাত বছরের আরেক উল্লেখযোগ্য ঘটনা ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতি ও তা থেকে সীমান্ত যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা। গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতীয় কাশ্মীরের উরি সীমান্ত চৌকিতে এক আত্মঘাতী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত ও ১৯ জন আহত হয়। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং কদিন পর পাকিস্তান সীমান্তের ভিতর প্রবেশ করে জঙ্গী ঘাঁটিগুলো ধ্বংসের দাবি করে। এ নিয়ে দুদেশের সীমান্তে দুই বাহিনীর মধ্যে ছোটখাটো সংঘর্ষ লেগেই আছে। এর আগে জানুয়ারি মাসে পাঠানকোটেও এক আত্মঘাতী হামলা হয়েছিল। তবে ব্যাপকতা ও হতাহতের বিচারে উরি ঘটনাটি অনেক বড়। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ছে ২০১৬ সালে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সাগর সংলগ্ন অন্যান্য দেশের বিরোধ ও উত্তেজনা বাড়ে। চীন এ সাগরকে তার নিজের বলে দাবি করে। জুলাই মাসে সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন চীনের এই একক দাবির বিরুদ্ধে রায় দিলেও চীন সেই রায় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের সঙ্গে বিরোধীয় দেশগুলো হচ্ছেÑ ফিলিপিন্স, ভিয়েতনাম, ব্রুনেই, তাইওয়ান ও মালয়েশিয়া। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে অনেক দ্বীপ আছে এবং কয়েক দেশে বিভিন্ন দেশ নিজ নিজ নির্মাণ কাজ চালাচ্ছে। তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান ২০১৬ সালের একটি আলোচিত ঘটনা তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান। তুরস্কের সশস্ত্র বাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে গিয়ে রাজধানী আঙ্কারার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ দখলের চেষ্টা করে। কিন্তু এরদোগান অনুগত বাহিনীর কাছে পরাস্তু হয়। এরদোগান এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কী নেতা গুলেনকে দায়ী করেন এবং বলেন যে এর পেছনে আমেরিকার প্রশ্রয় আছে। অভ্যুত্থানে ৩শ’ জন নিহত ও ২১০০ এরও বেশি আহত হয়। এরপর ঘটে গণগ্রেফতার। কমপক্ষে ৫০ হাজারকে আটক করা হয়, যার মধ্যে অন্তত ১০ হাজার সৈনিক। এক শুদ্ধি অভিযানে বিচারপতি, শিক্ষকসহ লক্ষাধিক লোককে বিভিন্ন পেশা থেকে সরিয়ে দেয়া হয়। রাশিয়া এ অভ্যুত্থানের ব্যাপারটা আগাম টের পেয়ে এরদোগানকে জানিয়েছিল। মোহম্মদ আলীর মৃত্যু মুষ্টিযুদ্ধের ইতিহাসের কিংবদন্তি পুরুষ মোহম্মদ আলী ৪ জুন এ্যারিজোনার ফিনিক্স নগরীতে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪। দীর্ঘদিন পার্কিনসন রোগে ভুলছিলেন। শেষদিকে শ্বাসনালীর সংক্রমণে মারা যান। ২১ বছরের পেশাদারি মুষ্টিযোদ্ধার ক্যারিয়ারে তিনি ৬১ বার লড়েছেন। জয়ী হয়েছেন ৫৬ বার। তার মধ্যে নকআউট ছিল ৩৭টি। ভূমিকম্প গত বছরে বিভিন্ন দেশে ভূমিকম্পে ১৩২৫ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হয়েছে সর্বাধিক। মাত্রা ছিল রিখটার স্কেলের ৭.৮। ৬৭৩ জন নিহত ও ৩০ হাজারের মতো আহত হয়। একই মাত্রার ভূমিকম্প ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জে। ৭ থেকে ৭.৯ মাত্রার ভূমিকম্প বিশ্বব্যাপী হয়েছে ১৫টি। ৬ থেকে ৬.৯ মাত্রার হয়েছে ১১৬টি। ৫ থেকে ৫.৯ মাত্রার ১৩৭৯ এবং ৪ থেকে ৪.৯ মাত্রার ১১৯১৪টি। ২৫ আগস্ট মধ্য ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে আড়াই শ’ নিহত ও শত শত আহত হয়। ধ্বংসযজ্ঞ হয় ব্যাপক। ৭ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০০ নিহত হয়। হারিকেনের ছোবল ২৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আটলান্টিকের পশ্চিম উপকূলজুড়ে চলে হারিকেন ম্যাথুর তা-ব। হিংস্র ছোবল হানে কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল বিশেষত ফ্লোরিডায়। সব শুদ্ধ এই অঞ্চলে হাজার হাজার লোকের প্রাণহানি হয়। শুধু হাইতিতেই মারা যায় প্রায় এক হাজার নর-নারী-শিশু। জিকা ভাইরাস ২০ জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী মাসগুলোতে মশাবাহিত রোগ জিকা ভাইরাস মহামারী আকারে দুই আমেরিকায় ছড়িয়ে পড়ে। বিশেষভাবে ছড়ায় ব্রাজিল, ভেনিজুয়েলা, প্যারাগুয়ে, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, মেক্সিকো, গুয়াতেমালা ও হাইতিতে। ১২ মাসে প্রায় ৩০ থেকে ৪০ লাখ লোক এই ভাইরাসে সংক্রমিত হয়। জিকার ব্যাপক প্রাদুর্ভাবের মধ্যে ব্রাজিলে অনুষ্ঠিত হয় অলিম্পিক প্রতিযোগিতা। অলিম্পিক প্রতিযোগিতা গত বছরে বিশ্ববাসীর জন্য একটি আকর্ষণ ছিল রিও অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ব্রাজিলের রিও ডি জেনিরো নগরীতে ৫-২১ আগস্ট এই প্রতিযোগিতা চলে। ২০৫টি দেশের ১১ হাজারেরও বেশি প্রতিযোগী এতে অংশ নেয়। দক্ষিণ আমেরিকার কোন নগরীতে এই প্রথম অলিম্পিক হলো। তাছাড়া পর্তুগীজ ভাষী কোন দেশেও এই প্রথম অলিম্পিক। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ২১ নবেম্বর ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার পুখরাইয়ান নামক স্থানে ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেনের ১৪টি কোচ লাইন থেকে ছিটকে পড়ে কমপক্ষে ১৪০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়। সাম্প্রতিক কালের এটাই ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা। ট্রেনে পাঁচ শ’রও বেশি যাত্রী ছিল এবং অধিকাংশই ছিল ঘুমিয়ে। ভারতে পাঁচ শ’-হাজার রুপীর নোট নিষিদ্ধ ৮ নবেম্বর ভারতের মোদি সরকার ৫০০ ও এক হাজার রুপীর ব্যাংক নোট নিষিদ্ধ ঘোষণা করে। আধুনিক ভারতের ইতিহাসে এ এক ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে। কালো টাকার বিরুদ্ধে অভিযান হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে বলা হয়। তবে ইতোমধ্যে এ পদক্ষেপের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মুখিয়ে উঠেছে। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা উত্তর কোরিয়া ৯ সেপ্টেম্বর তার পঞ্চম ও বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, যা ছিল হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী। এর আগে ৬ জানুয়ারি দেশটি চতুর্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল এবং দাবি করেছিল তারা তাদের সাধারণ ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্রে পরমাণু বোমা যুক্ত করার সক্ষমতা অর্জন করেছে। ৭ ফেব্রুয়ারি দেশটি দূরপাল্লার রকেট মহাশূন্যে পাঠায়। বসনিয়ার কসাইয়ের ৪০ বছর জেল বসনিয়ার কসাই নামে কুখ্যাত সাবেক বসনীয় সার্ব নেতা রাদোভান কারাদজিক বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের ১১টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ৪০ বছর কারাদ- ঘোষণা। বোমায় লাহোরে ৭৫ জন নিহত ইস্টার উদযাপনরত খ্রীস্টানদের টার্গেট করে ২৭ মার্চ লাহোরে একটি জঙ্গী সুন্নী ইসলামী সংগঠনের আত্মঘাতী বোমা হামলায় ৭৫ জন নিহত ও ৩৪০ জন আহত। উদ্বাস্তুর ঢল চলছে বিশ্বব্যাপী উদ্বাস্তুর ঢল আগের মতোই চলছে। ২০১৬ সালে বিশ্বে উদ্বাস্তুর সংখ্যা ৫৮ লাখ বেড়েছে। বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, সংঘাত এবং নির্যাতনের কারণে লোকজন স্বদেশ ছেড়ে পাড়ি জমিয়েছে নিরাপদ দেশগুলোতে বিশেষত ইউরোপে। সিরিয়া ও ইরাকের পর আফগানিস্তান, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেন অর্থাৎ সংক্ষেপে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাই উদ্বাস্তুর সর্ববৃহৎ উৎস। ইরানের সঙ্গে সৌদি সম্পর্ক ছিন্ন সৌদি আরবের শিয়া নেতা নিমর আল নিমরসহ ৪৭ জন শিয়াকে শিরñেদ করার ঘটনাকে কেন্দ্র করে ইরানের দিক থেকে তুমুল প্রতিক্রিয়া হওয়ার পর রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। গত বছরের হজে কোন ইরানী নাগরিক যেতে পারেনি। রুশ রাষ্ট্রদূত নিহত তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আদ্রেই কার্লোভ গত ১৯ ডিসেম্বর আঙ্কারায় এক অস্ত্রধারীর গুলিতে নিহত হন। তিনি এক চিত্রকলা প্রদর্শনীতে এসেছিলেন। তার ঘাতকও ছবি দেখার নামে সেখানে উপস্থিত হয় এবং একপর্যায়ে পিস্তল বের করে রাষ্ট্রদূতকে গুলি করে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। ঘাতকও ঘটনাস্থলেই প্রহরীদের গুলিতে মারা যায়। ধারণা করা হচ্ছে যে ঘাতক সিরিয়ার একটি ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন জইশ আল-ফাতাহর সদস্য। বার্লিনে ট্রাকে পিষে ১২ জনকে হত্যা একই দিনে বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাকে পিষে ১২ জনকে হত্যা করা হয়। আইএস এ হত্যার দায়িত্ব স্বীকার করে। জানা গেছে, ট্রাকের চালক ছিল একজন তিউনিসীয়। তাকে ধরার জন্য ইউরোপজুড়ে অভিযান চলছে।
×