ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্সিয়া থেকে পদত্যাগ কোচ প্রানদেল্লির

প্রকাশিত: ০৫:৫৮, ১ জানুয়ারি ২০১৭

ভ্যালেন্সিয়া থেকে পদত্যাগ কোচ প্রানদেল্লির

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালি জাতীয় দলের সাবেক কোচ সিজার প্রানদেল্লি এখন চাকরি বিহীন। তিনি নিজেই স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে পদত্যাগ করেছেন। এ মৌসুমে রেলিগেশনের বড় শঙ্কায় পড়েছে ক্লাবটি। দলের ধারাবাহিকভাবে বাজে ফর্মের কারণেই শেষ পর্যন্ত নিজে থেকেই সরে দাঁড়ালেন প্রানদেল্লি। ২০ দলের প্রতিযোগিতায় এবার লা লিগায় ১৫ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তারা। জয় মাত্র তিনটি। সর্বশেষ ৭ ম্যাচের চারটিতেই হার দেখা দলটির সাফল্য বলতে তিনটি ড্র। এমন বাজে অবস্থায় এখন পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে আছে ভ্যালেন্সিয়া। কোনভাবেই অবস্থার উন্নতি ঘটছে না। টানা ব্যর্থতার জন্য তাই প্রানদেল্লি সরে দাঁড়ানোটাই উপযুক্ত মনে করলেন। ক্লাবের এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘সিজার প্রানদেল্লি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার পজিশন থেকে পদত্যাগ করছেন।’ প্রানদেল্লির বিষয়ে আর কিছুই বলেনি ক্লাবটি। তবে পরবর্তী কোচ হিসেবে ইতোমধ্যেই তারা সালভাদর গঞ্জালেজের নাম ঘোষণা করেছে। সাবেক এ স্প্যানিশ ফুটবলার ‘ভোরো’ নামে পরিচিত। দীর্ঘদিন ক্লাবের সঙ্গে কাজ করছেন তিনি। তবে এখন মূল দলের কোচ হিসেবে তিনি অস্থায়ী দায়িত্ব নিচ্ছেন নাকি স্থায়ী সে বিষয়ে কিছু জানায়নি ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ। প্রানদেল্লির চলে যাওয়ার বিষয়েও কোন কারণ উল্লেখ করেনি তারা। তিন মাসেরও কম সময় প্রানদেল্লি ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে থাকলেন।
×