ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৯, ১ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

হামলাকারীর শাস্তি দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান প্রকৌশলী (মেরিন) এমদাদুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বন্দর অফিসার্স এ্যাসোসিয়েশন। এ্যাসোসিয়েশনের এক জরুরী সভা থেকে নেতৃবৃন্দ হামলাকারীর মালিকানাধীন প্রতিষ্ঠানসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করার দাবিও জানান। চট্টগ্রাম বন্দর অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তারা ইলিয়াস এবং তার সহযোগী সেলিম ও মিজানুর রহমানসহ চবকের বিভিন্ন বিভাগে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেসার্স শামস্্ মেরিন সার্ভিসেস, মেসার্স তাবাচ্ছুম এন্টারপ্রাইজ, তাজিদ এন্টারপ্রাইজ, ইতিকা এন্টারপ্রাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তি বাতিল এবং এগুলোকে কালো তালিকাভুক্তকরণের আহ্বান জানান। এছাড়া হামলাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ্য, ব্যবসায়িক সুবিধা না পেয়ে গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের উপ-প্রধান প্রকৌশলী এমদাদুল হকের ওপর হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ নেতা রোটারিয়ান ইলিয়াছ ও তার সহযোগীরা। বরিশালে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী চার যুবক। হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাংচুর করেছে। হামলার প্রতিবাদে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাগরদী আমতলার মোড় সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে। জানা গেছে, বিক্ষুব্ধরা মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ব্যানার ও পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান ইয়াদ বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বরিশাল ক্লাবে যান। এজন্য তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা ক্লাবের সামনে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। হঠাৎ করে ১০/১৫টি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের হকিস্টিকের আঘাতে ইয়াদসহ ছাত্রলীগ কর্মী মাহাবুব আলম সানি, ফয়সাল হোসেন খান ও বাবু আহত হয়। মুহূর্তের মধ্যে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। কলেজ জাতীয়করণ দাবিতে ফের কর্মসূচী স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে ফের আন্দোলনে নামছে শিক্ষকরা। শনিবার সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনরত শিক্ষকরা ১৫ দিনের আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছেন। শনিবার দুপুরে ময়মনিসংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ এই কর্মসূচী ঘোষণা করেন। আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচীর মধ্যে রয়েছে মুখে কালো পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং নিহত শিক্ষক ও পথচারীর স্মরণে স্মরণ সভা। এ সময়ে সরকার কলেজ জাতীয়করণ না করলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রহুল আমিন, অধ্যাপক ইউনুছ আলী ও অধ্যাপক আবুল কালাম। ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণ আন্দোলন চলাকালে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষের ঘটনায় কলেজ শিক্ষক ও পথচারী নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। সাভারে স্বর্ণের দোকানে চুরি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ ডিসেম্বর ॥ সাভারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। লুটে নিয়ে গেছে দেড় শ’ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা। শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের নিচতলার মোহনা জুয়েলার্সে (দোকান নং ৫৮/এ) এ ঘটনা ঘটে। রতন সরকারের মালিকানাধীন ওই স্বর্ণের দোকানের ম্যানেজার চিত্তরঞ্জন সরকার জানান, ওই দিন রাতে তাদের স্বর্ণের দোকানের পাশের ‘বাঁধন সুজ’ নামের একটি জুতার দোকানের তালা ভেঙ্গে ভেতরে দালান কেটে দুর্বৃত্তরা স্বর্ণের দোকানের ভেতরে প্রবেশ করে। বন্দুকযুদ্ধে শূটার বাশার নিহত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাশার বাহিনীর প্রধান শূটার বাশার (৩৫) নিহত হয়েছে। এতে পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং পাঁচ রাউন্ড গুলি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার পার্বতীনগরের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার একই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। আহত পুলিশের এসআই ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস এবং উৎপল লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুই চোরাকারবারি আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ১০ কেজি রূপাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার যশোর সড়কের মুরারিকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার বাশদহা গ্রামের খলিলুর রহমান ও সাতানী গ্রামের গোলাম নবী। রামেকে ৫ দালাল আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ৫ দালালকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক হয়েছে। আটককৃতরা হলেন- তহমিনা, মাহফুজা, লিটন, বুলেট ও রফিক। এরা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হাসপাতাল পুলিশ বক্সের একটি দল বহির্বিভাগ থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃত দালালরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএস আই এমদাদ বলেন, ৫ দালালকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। বিয়ে থেকে মুক্তি পেল স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ ডিসেম্বর ॥ সদরপুরে শুক্রবার রাতে ৮ম শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার (১৩) বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের হস্তক্ষেপে। পরে বর ও কনে পক্ষ থেকে চার হাজার টাকা জরিমানা করে বিয়ে না দেয়ার অঙ্গিকারনামা নেয়া হয়। জানা গেছে, উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের কলাডাংগী গ্রামের প্রবাসী রেজাউল করিমের কন্যা চরদাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে আকোটেরচর কালিখোলা এলাকার প্রবাসী আবুলের (৩০) সঙ্গে বিয়ের আয়োজন করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার ভূমি সরোয়ার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার জালালউদ্দিন একদল পুলিশ নিয়ে মেয়ের মাসহ বর পক্ষের ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে সদরপুর থানায় সহকারী কমিশনার মোঃ সরোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করে। মরা গরু জবাই ॥ কসাই আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলা সদর ঈদগাও জালালাবাদ সওদাগর পাড়ায় মৃত গরু জবাইকালে এক কসাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে অন্ধকারে মৃত গরু জবাই করে চামড়া ছাড়ানোর সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈদগাও পুলিশ কসাই নুর কামালকে ধরে নিয়ে যায়। মৃত গরুটি ২ কসাইয়ের হাত বদল হয়ে তার কাছে এসেছে বলে দাবি করেছে। শনিবার সকালে গরুটি পুঁতে ফেলা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে দুস্থ শিশু ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শ্রীপুর ভবনে দুস্থ শিশু ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হিউম্যান এ্যান্ড চিলড্রেন রাইটস ডেভেলপমেন্ট সোসাইটি। এ উপলক্ষে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপিকা রুমানা আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলী, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নী আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী প্রমুখ। অস্ত্রসহ পিচ্চি সুমন গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ ডিসেম্বর ॥ অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমন ওরফে পা কাটা সুমনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর রেসকোর্স এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পিচ্চি সুমন ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। জানা যায়, শনিবার ভোরে ডিবি পুলিশের একটি দল নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী পিচ্চি সুমনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও একটি চাপাতিসহ তাকে গ্রেফতার করা হয়। ১০ টাকা ভাড়া নিয়ে দুই ঘণ্টা সংঘর্ষ ॥ আহত ১৫ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ১০ টাকা লেনদেন নিয়ে দু’দল গ্রামবাসী মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করে সংঘর্ষে লিপ্ত হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টায় ভ্যান গাড়ির ভাড়াকে কেন্দ্র করে কুট্টাপাড়া-মালিহাতা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের লোকজনই দেশী অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে বিশ্বরোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
×