ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সালথায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৪৯, ১ জানুয়ারি ২০১৭

সালথায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ ডিসেম্বর ॥ সালথায় জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের অধিবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া ও তেলী-সালথা গ্রামের অধিবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার দুপুর ১২ টার দিকে নারানদিয়া গ্রামের রওশন শেখ তার জমিতে সেচ দেয়। এ সময় পাশের তেলী-সালথা গ্রামের আদুর রব শেখের জমির মধ্যে কিছু পানি গড়িয়ে যায়। এ ঘটনা নিয়ে পাশাপাশি ওই দুই জমির মালিক রওশন ও রবের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুর দেড়টারদিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি পাওয়ারটিলার মেশিনও ভাংচুর করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হোটেল শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার মতিঝিলে রিয়াদ (১৬) নামক এক হোটেল শ্রমিককে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিলেট নগরীতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিলটি বন্দরবাজার থেকে বের হয়ে রিকাবিবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা সালেহ। সমাবেশে বক্তারা সুরমা মার্কেটে ‘টরেন্টো রেস্টুরেন্টের মালিক দ্বারা শ্রমিক নির্যাতনের’ প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোন কারণ ছাড়া কথায় কথায় শ্রমিকের ওপর অন্যায় অত্যাচার মেনে নেয়া যায় না। পুরস্কার বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩১ ডিসেম্বর ॥ পীরগঞ্জ উপজেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ বিজয়ী, পরাজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবলিক ক্লাব মাঠে রংপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাইবান্ধা খেলোয়ার কল্যাণ সমিতি বিজয়ী হয়েছে। ওই সময় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের প্রশাসক সাদেক কোরাইসী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আহ্বায়ক শামীমুজ্জামান জুয়েল বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন। ১৪২ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলার ১৪২ বাড়িতে শুক্রবার রাতে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছলে মেম্বারপাড়ার ৬ লাখ টাকা ব্যয়ে ৩৭টি বাড়িতে ও চিড়াকুটী আদিবাসী পাড়ার ১১ লাখ টাকা ব্যয়ে ১শ’ ৫টি বাড়িতে নতুন বিদ্যুত দেয়া হয়। বিদ্যুতায়নের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীফ উদ্দীন মাষ্টার, মোস্তফা হোসেন আলম, নাসিরুল ইসলাম, মাজেদুর রহমান খোকন, হামিদুর রহমান প্রমুখ।
×