ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯ দিনেও সংজ্ঞা ফেরেনি ছাত্রীর

কালাইয়ে ধর্ষকের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৮, ১ জানুয়ারি ২০১৭

কালাইয়ে ধর্ষকের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩১ ডিসেম্বর ॥ কালাইয়ে ছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার পর নয় দিন অতিবাহিত হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও সংজ্ঞাহীন রয়েছে। এদিকে শনিবার দুপুরে ঐ স্কুল ছাত্রীর অস্ত্রোপচারকারী নিউরো সার্জন ডঃ অসিত চন্দ্র সরকার তাকে দেখে আজ রবিবার তার সিটিস্ক্যান করার কথা জানিয়েছেন আত্মীয়দের। এদিকে এ মামলায় গ্রেফতারকৃত দুই জন এ ঘটনার কিছু তথ্য পুলিশকে দিয়েছে। সে পথে তদন্ত এগুচ্ছে বলে কালাই থানা পুলিশ জানায়, এদিকে আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে জয়পুরহাট শহরে ও কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ানের সামনে পৃথক মানববন্ধন হয়েছে। শনিবার খঞ্জনপুর এনডিসি ফাউন্ডেশনের সহযোগিতায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ ও মানবাধিকার নারী সমাজ জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মাত্রাই উচ্চ বিদ্যালয়, মাত্রাই নাগরকি কমিটি ও সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন শেষে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানববন্ধন কর্মসূচীর আহ্বায়ক আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিকের আহ্বানে সর্বস্তরের জনতা সেই ছাত্রীর চিকিৎসা সহায়তায় তাৎক্ষণিক ৮০ হাজার ৬৪০ টাকা ছাত্রীর পিতাকে প্রদান করেন। আজ পল্লীকবির জন্মবার্ষিকী ॥ ব্যাপক কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ডিসেম্বর ॥ পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪ তম জন্মবার্ষিকী রবিবার পহেলা জানুয়ারি। কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন সংগঠন নানাবিধ কর্মসূচী নিয়েছে। ১৯০৩ সালের এইদিনে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীম উদ্দীন । কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সীকাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের’ তলায় তাকে দাফন করা হয়। পল্লীকবির ১১৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সরকারী-বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৮.৪০ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং ৯.০৫ মিনিটে কবির কবিতা থেকে পাঠ এবং ৯.১০ মিনিটে দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
×