ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাভারে নদী ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৮, ১ জানুয়ারি ২০১৭

সাভারে নদী ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ ডিসেম্বর ॥ দূষণ ও দখল বন্ধ করে খনন ও পুনঃখনন করে নদীর নাব্য ফিরিয়ে আনতে সাভার অঞ্চলের ধলেশ^রী, তুরাগ, কর্ণতলা, কালীগঙ্গা ও বংশী নদীর ১৫ কিমি তীরে শনিবার সকাল এগারোটার দিকে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এদিন আমিনবাজার পুরাতন লোহার ব্রিজ (তুরাগ নদী), ভাঙ্গা ব্রিজ (তুরাগ নদী), শহীদ রফিক ব্রিজ (সিঙ্গাইর ব্রিজ), ব্যাংক টাউন ব্রিজ (ওলাইল, বংশী নদী), সাভার নামাবাজার ব্রিজ (ফোর্ডনগর), সাভার জাতীয় স্মৃতিসৌধ, নয়ারহাট ব্রিজ (বংশী নদী) ও সোল্লা নির্মাণাধীন ব্রিজে (কালিগঙ্গা নদী) একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তারা বলেন, এক সময়ের প্রাণোচ্ছল বংশী, ধলেশ^রী, তুরাগ, কর্ণতলা ও কালীগঙ্গা নদী ডিইপিজেডসহ অন্যান্য কারখানার বর্জ্যরে দূষণে এবং ভূমিদস্যুদের কবলে পড়ে সঙ্কুচিত নর্দমায় রূপ নিয়েছে। এ সব নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রায় ০ মিলিগ্রাম। অথচ পানিতে জীবের অস্তিত্বের জন্য দরকার ন্যূনতম ৫ মিলিগ্রাম। তাছাড়া নয়ারহাট, ইসলামপুর, হাজিপুরসহ নানা জায়গায় অপরিকল্পিত বালি উত্তোলন আর দখলের জন্য নদী ভরাট হচ্ছে। বিষাক্ত শিল্প বর্জ্যরে দূষণ থেকে বুড়িগঙ্গাকে রক্ষার জন্য যে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে সরানোর সিদ্ধান্ত হয়, ইতোমধ্যে সেই ট্যানারির বর্জ্যে এসব নদীকে দূষণ করা শুরু করেছে। ইয়াবা বিক্রিতে বাধা ॥ যুবকের রগ কর্তন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে মাদক বিক্রেতা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বিক্রেতাকে ইয়াবা ট্যাবলেট ও রাম দাসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক ওই ব্যক্তির নাম শীতল (৩৪)। সে শ্রীপুরের মাওনা এলাকার ছয়শত পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুরের মাওনাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল শীতল। শুক্রবার দুপুরে স্থানীয় সি গাল পার্কের সামনে ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন শীতলকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শীতল রাম দা নিয়ে লোকজনদের ধাওয়া করে। এ সময় সে অটোরিক্সাচালক আফাজ উদ্দিনকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম পায়ের রগ ও হাড় কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিলে উন্নত চিকিৎসার জন্য উত্তরার একটি ক্লিনিকে পাঠানো হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে শীতলকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও রাম দাসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
×