ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি ॥ আরও এক লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৮, ১ জানুয়ারি ২০১৭

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি ॥ আরও এক লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীসহ ইঞ্জিন চালিত ট্রলার ডুবির ঘটনায় কাইয়ুম নামের আরো একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এনিয়ে শুক্রবার রাতের ওই ঘটনায় এক নারীসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন স্কুল এন্ড কলেজে মাঠে তাজউদ্দীন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ কনসার্টের আয়োজন করে। এতে মিলা, ফকির সাহাবুদ্দিন, চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পী উপস্থিত থাকার কথা ছিল। ওই অনুষ্ঠাণে যোগ দিতে পাশর্^বর্তী এলাকার নারী শিশুসহ ২০/২১ জন নরসিংদী জেলার শিবপুর থানার পারাতলা ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলার চড়ে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিল। পথে কাপাসিয়ার তারাগঞ্জ বাজার খেয়াঘাটের কাছাকাছি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় ট্রলারটি যাত্রীসহ নদীতে ডুবে যায়। ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্ততঃ ৬/৭ জন নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে নদী থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের সন্ধানে রাতেই উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি দল রাত ৩টা পর্যন্ত উদ্ধার চালিয়ে আরো দু’জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলো- নরসিংদী জেলার শিবপুর থানার পাড়াতলা গ্রামের আব্দুল হাই বাবুল মিয়ার ছেলে আতিক (২৫) ও তারা মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (১৭), একই থানার মধ্যনগর এলাকার ননী খানের ছেলে তাজিম খান (২১), আলী নগর এলাকার নুর মোহাম্মদের স্ত্রী কোহিনুর বেগম (২৫) এবং লাকপুর এলাকার হাছেন আলীর ছেলে আনু মিয়া (৪৫)।
×